
Shirin Shila
Date of Birth | : | 26 August, 1996 (Age 28) |
Place of Birth | : | Narayanganj District, Bangladesh |
Profession | : | Actress, Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
শিরিন আক্তার (Shirin Shila) যিনি শিরিন শিলা নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। ২০১৪ সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
কর্মজীবন
রূপালি পর্দায় আসার পূর্বে তিনি গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলা র মত টিভি নাটকে কাজ করেছেন। ২০১৪ সালে রোযার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রটির জন্য তিনি 'সেরা নবীন অভিনয়শিল্পী' বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। ২০১৬ সালের ১৮ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও ২ এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়।
অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।