
Rukmini Maitra
Indian actress and model
Date of Birth | : | 27 June, 1991 (Age 33) |
Place of Birth | : | Kolkata, India |
Profession | : | Actor, Model |
Nationality | : | Indian |
Social Profiles | : |
Facebook
Instagram
|
রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ও মডেল। তিনি বহু আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পন্য ও ম্যাগাজিনে শুভেচ্ছা দূত হিসাবে কাজ করেছেন। এর মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। রুক্মিণী মৈত্রের অভিনীত প্রথম চলচ্চিত্র চ্যাম্প মুক্তি পায় ২০১৭ সালে।
প্রথম জীবন
রুক্মিণী মৈত্র হলেন সৌমেন্দ্রনাথ মৈত্র ও মধুমিতা মৈত্র'র কন্যা। রুক্মিণী মৈত্রের দাদা হলেন রাহুল মৈত্র। রুক্মিণী এসেছেন উচ্চ শিক্ষিত পরিবার থেকে। তার ঠাকুরদা এন.বি. মৈত্র পেশায় একজন আইনজীবী । রুক্মিণী বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন ''কারমেল কন্ভেট স্কুল'' থেকে। এর পর তিনি এমবিএ করেন লরেটো কলেজ, কলকাতা থেকে।
কর্মজীবন
রুক্মিণী মৈত্র ১৩ বছর বয়সেই মডেলিং -এর সঙ্গে যুক্ত হন। তার প্রতিটি বিজ্ঞাপনের চুক্তির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে আঞ্চলীক, জাতীয় ও আন্তর্জাতিক বহু পণ্যে বিজ্ঞাপনের কাজ করেছেন। যেমন- রিলায়েন্স, লাকমে, ভোডাফোন, সানসিল্ক, প্যারাসুট, টাইটান, টাটা টি, রাডো, ফেমিনা, রয়াল স্টাগ, পিসি চন্দ্র জুয়েলার্স ,ভিমা জুয়েলার্স, আজভা, সেনকো গোল্ড, আইটিসি, বিগ বাজার এফবি, লাক্স, ইমামি, এবং তিনি কাজ করেছেন ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা, অনিতা ডুংরি, সুনিতা বর্মা, দেব আর লিন, অঞ্জু মদি প্রমুখ ব্যক্তিদের সঙ্গে।
তিনি অতিতে বহু আঞ্চলিক ও জাতীয় চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ পেয়েছেন।তিনি মডেলিং-এর জন্য চলচ্চিত্রে অভিনয় থেকে বিরত ছিলেন। তিনি বাংলা চলচ্চিত্র চ্যাম্প-এ দেবের বিপরীতে অভিনয়ের দ্বারা চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন। চলচিত্রটি ২০১৭ সালে মুক্তি পেয়েছিলো। চলচিত্রটি বক্সিং খেলার গল্পের এর উপর নির্মিত। এই ধরনের চলচ্চিত্র বাংলায় প্রথম নির্মিত। মুভিটির বাজেট ছিলো ৫ কোটি রুপি এবং আয় করেছিলো ৮.৯০ কোটি রুপি। এছাড়াও আরো চারটি বাংলা মুভিতে অভিনয় করেছেন। এবং চারটাতেই তার সহশিল্পী ছিলেন দেব। সম্প্রতি মুক্তি পাওয়া সানাক মুভির মাধ্যমে বলিউডে ডেব্যু হয় তার। মুভিতে তিনি বিদ্যুৎ জামওয়াল এর বিপরীতে ছিলেন।
চলচ্চিত্র
- চ্যাম্প
- ককপিট
- কবীর
- কিডন্যাপ
- পাসওয়ার্ড
- সানাক
- কিশমিশ
Quotes
Total 0 Quotes
Quotes not found.