photo

Ranesh Maitra

Bangladeshi journalist and columnist
Date of Birth : 04 Oct, 1933
Date of Death : 26 Sep, 2022
Place of Birth : Rajshahi, Bangladesh
Profession : Journalist, Columnist
Nationality : Bangladeshi
রণেশ মৈত্র (Ranesh Maitra) (৪ অক্টোবর ১৯৩৩ - ২৬ সেপ্টেম্বর ২০২২) ছিলেন একজন বাংলাদেশি সাংবাদিক, কলামিস্ট, ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ। তিনি দৈনিক সত্যযুগ, দৈনিক সংবাদ, দ্য ডেইলি মর্নিং নিউজ এবং দৈনিক অবজারভারে সাংবাদিকতা করেন। তিনি দ্য ডেইলি নিউ নেশনের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

পরিবার ও শিক্ষা
মৈত্র ১৯৩৩ সালের ৪ঠা অক্টোবর রাজশাহী জেলায় তাঁর মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা রমেশ মৈত্র ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ১৯৫০ সালে জিসিআই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ১৯৫৫ সালে আইএ এবং ১৯৫৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন
মৈত্র ১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে তিন বছর সাংবাদিকতা করার পর ১৯৫৫ সালে দৈনিক সংবাদে যোগ দেন। তিনি ১৯৬১ সালে দ্য ডেইলি মর্নিং নিউজ এবং ১৯৬৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দৈনিক অবজারভারে পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে দি নিউ নেশনের মফস্বল সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি দ্য ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে একজন ফ্রি-ল্যান্স সাংবাদিক হিসেবে দেশের শীর্ষ পত্রপত্রিকায় কলাম লিখছেন।

রাজনীতি
তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি তাঁতি অধিকার প্রতিষ্ঠা, ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনসহ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

গ্রন্থরাজি
  • বাংলাদেশ কোন পথে? (২০২০)। ছায়াবীথি।
  • আত্মজীবনী (২০২১)। অনুপম প্রকাশনী।
  • প্রবন্ধসংগ্রহ (২০২১)। অনুপম প্রকাশনী।

সম্মাননা
  • সাংবাদিকতায় একুশে পদক (২০১৮)

Quotes

Total 0 Quotes
Quotes not found.