photo

Nasreen

Bangladeshi film actress
Date of Birth : 13 May, 1978 (Age 46)
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Film Actress, Producer
Nationality : Bangladeshi
নাসরিন (Nasreen) একজন সদ্য বিদায়ী বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। তিনি আইটেম গানে নৃত্যশিল্পী ও পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি ৫০০-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের লাভ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে তথ্যগত বিভ্রান্তি রয়েছে। লাভ সিনেমার পাশাপাশি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অগ্নিশপথ ছবিও তার প্রথম ছবি হিসেবে বলা হয়।

ব্যক্তিগত জীবন

নাসরিন ২০১২ সালের ১৮ মে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান রিয়েলের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর কন্যা সন্তান আফরিনের মা হন নাসরিন। ২০১৬ সালের ৯ আগস্ট রিজন নামে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

কর্মজীবন

নাসরিন ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ অথবা অগ্নিশপথ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে মূলত আইটেম গানে নৃত্যশিল্পী হিসাবে পরিচিত। তিনি দিলদারের সাথে জুটি গড়ে কৌতুক চরিত্রেও দীর্ঘদিন অভিনয় করেছেন। দিলদার মারা গেলে তিনি কাবিলার সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেন। পাশাপাশি তিনি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায়ও অভিনয় করেছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.