
Mrinalini Devi
Rabindranath Tagore's wife
Date of Birth | : | 03 November, 1873 |
Date of Death | : | 23 November, 1902 (Aged 29) |
Place of Birth | : | Khulna, Bangladesh |
Profession | : | Housewife |
Nationality | : | British Indian |
মৃণালিনী দেবী (Mrinalini Devi) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তার জন্ম বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে।
প্রাথমিক জীবন
মৃণালিনী দেবী ব্রিটিশ ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির যশোরের ফুলতলা গ্রামে (বর্তমানে খুলনা, বাংলাদেশ) বেণীমাধব রায় চৌধুরী এবং দক্ষিণায়নীর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর সঠিক জন্ম তারিখ জানা যায় না। একজন জীবনীকারের মতে, তাঁর জন্ম ১৮৭৪ সালের ১ মার্চ। অন্য একজনের মতে, তাঁর জন্ম ১৮৭২ সালে। বিয়ের আগে মৃণালিনী দেবী ভবতারিণী নামে পরিচিত ছিলেন। তবে, এটি তাঁর আনুষ্ঠানিক নাম নাকি ডাকনাম ছিল তা অজানা। তিনি স্থানীয় গ্রামের স্কুলে প্রথম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তাঁর বাবা ঠাকুর এস্টেটে কাজ করতেন।
জন্ম ও বিবাহ
১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে । বিয়ের সময় তাঁর বয়স ছিল নয় (৯) বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশ (২২) বছর । তিনি ঠাকুর-বাড়ির এক অধস্তন কর্মচারী যশোহরের বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে । বিয়ের পূর্বে মৃণালিনীর নাম ছিলো ‘ভবতারিণী’ । যেহেতু এ ধরনের নাম ঠাকুর-বাড়িতে একপ্রকার অচল ছিলো (যেমন করে জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী ‘কাদম্বিনী’ হয়েছিলেন ‘কাদম্বরী’), তাই রবীন্দ্রনাথের স্ত্রী ভবতারিণী হলেন ‘মৃণালিনী’—রবীন্দ্রনাথের প্রিয় নাম ‘নলিনী’রই প্রতিশব্দ ।
পারিবারিক জীবন
রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যাসহ সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), রথীন্দ্রনাথ (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)। এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।
Quotes
Total 0 Quotes
Quotes not found.