photo

Mrinalini Devi

Rabindranath Tagore's wife
Date of Birth : 03 Nov, 1873
Date of Death : 23 Nov, 1902
Place of Birth : Jessore District
Profession : Rabindranath Tagore's Wife
Nationality : Indian
মৃণালিনী দেবী (Mrinalini Devi) (১৮৭৪–১৯০২ ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তার জন্ম বাংলাদেশের খুলনার দক্ষিণডিহিতে।

জন্ম ও বিবাহ
১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় মৃণালিনী দেবী রায়চৌধুরীর সঙ্গে । বিয়ের সময় তাঁর বয়স ছিল নয় (৯) বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাইশ (২২) বছর । তিনি ঠাকুর-বাড়ির এক অধস্তন কর্মচারী যশোহরের বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে । বিয়ের পূর্বে মৃণালিনীর নাম ছিলো ‘ভবতারিণী’ । যেহেতু এ ধরনের নাম ঠাকুর-বাড়িতে একপ্রকার অচল ছিলো (যেমন করে জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী ‘কাদম্বিনী’ হয়েছিলেন ‘কাদম্বরী’), তাই রবীন্দ্রনাথের স্ত্রী ভবতারিণী হলেন ‘মৃণালিনী’—রবীন্দ্রনাথের প্রিয় নাম ‘নলিনী’রই প্রতিশব্দ ।

পারিবারিক জীবন
রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর দুই পুত্র এবং তিন কন্যাসহ সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), রথীন্দ্রনাথ (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)। এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।

মৃত্যু
১৯০২ সালের ২৩ নভেম্বর মাত্র ত্রিশ বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান।

Quotes

Total 0 Quotes
Quotes not found.