photo

Moushumi Hamid

Actress and model
Date of Birth : 12 October, 1988 (Age 36)
Place of Birth : Satkhira, Bangladesh
Profession : Actress
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
Moushumi Hamid (মৌসুমী হামিদ ) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০-এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার এ রানার্স আপ হওয়ার পর থেকে। তার পর থেকেই অনেক টিভি শো যেমন: "লাভ র‍্যাক্টেঙ্গেল (ভালোবাসার চতুষ্কনে)", রেডিও চকলেট এবং আরো অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন। ২০১৩ সাল থেকেই হামিদ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ,এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অনন্য মামুনের ব্ল্যাকমেইল (২০১৫), সাফি উদ্দিনের ফুল লেনথ লাভ স্টোরি:পার্ট টু এবং শামিম আহমেদ রনির মেন্টাল (২০১৫)।

প্রারম্ভের জীবন

মৌসুমী হামিদ পিতার কর্মস্হল সূত্রে ঢাকার সিএমএইচ হাসপাতালে জন্মগ্ৰহন করেন , তার পিতা ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট (অব:) পদবীর একজন সৈনিক। সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তার পৈত্রিক নিবাস। তালা হতে মাধ্যমিক বিদ্যালয় শেষ হবার পর তিনি খুলনা চলে যান ব্যবস্থাপনা শিক্ষায় পড়াশুনার জন্য এবং আজম খান কমার্স কলেজে ভর্তি হন সেখান থেকেই তিনি শিক্ষা জীবন শেষ করেন। এর পর ঢাকায় চলে যান মিডিয়া জগতে প্রবেশের জন্য।

কর্মজীবন

টেলিভিশন
২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টারে তিনি রানার্স আপ হন। এরপর টেলিভিশন ধারাবাহিক রশ্নি' এ অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। এর পর আরো অনেক টেলিভিশন ধারাবাহিকেও তিনি অংশগ্রহণ করেন। যেমন: রেডিও চকলেট,ভালোবাসার চতুষ্কনে।

চলচ্চিত্র

মৌসুমী হামিদ ২০১৩-এ না মানুষ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন কিন্তু ২০১৪-এ হাডসনের বন্দুক চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.