
Kim Sejeong
South Korean singer and actress
Date of Birth | : | 28 August, 1996 (Age 28) |
Place of Birth | : | Mangyeong-eup, Gimje-si, South Korea |
Profession | : | Singer, Actress |
Nationality | : | South Korean |
Social Profiles | : |
Twitter
Instagram
|
কিম সেজেওং (Kim Sejeong) একজন কোরিয়ার গায়িকা, গীতিকার ও অভিনেত্রী। তিনি জেলিফিশ এন্টারটেইনমেন্ট এর সাথে চুক্তিবদ্ধ। এমনেট এর সার্ভাইভাল সো প্রোডিউস ১০১ প্রতিযোগিতার রানার্সআপ তিনি। আই.ও.আই গ্রুপের সদস্য হিসাবে তিনি যাত্রা শুরু করেন। তিনি সেজেওং নামে পরিচিত।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
কিম সে-জেং জন্মগ্রহণ করেছিলেন গিমজে, উত্তর জেওলা প্রদেশে কিন্তু পরে আয়নিয়াং, গিয়ংগি তার মা ও বড় ভাইয়ের সাথে তার আন্টির বাসায় থাকতে শুরু করেন। শিশু বয়সে তার বাবা মা আলাদা হয়ে যায়। তার মাকে দুই সন্তান কিম ও তার ভাইকে নিজেই বড় করতে হয়। কিম বলেছেন সে মিডেল স্কুলের ৩ বর্ষের আগ পর্যন্ত তার বাবার সাথে যোগাযোগ করেনি। কিম বর্তমানে হানিয়াং মহিলা বিশ্ববিদ্যালয়ের বাস্তবিক গানের উপর পড়াশোনা করছেন।
ক্যারিয়ার
২০১২ সালে কিম কে-পপ স্টার ২ এর ২য় সিজনে অংশগ্রহণ করেন তখন তার বয়স ছিলো ১৬ বছর। কিন্তু সে ২য় রাউন্ডে উঠতে পারে নি।২০১৬ সালের জানুয়ারিতে সে জেলিফিশ এন্টারটেইনমেন্টের হয়ে প্রডিউস ১০১ এ অংশগ্রহণ করে। জুলাই ১৫, ২০২০ সালে নিশ্চিত করা হয় কিম জনপ্রিয় ওয়েবটুন "দ্য আনক্যানি কাউন্টার" অনুপ্রাণিত নাটকে অভিনয় করবে। নাটকটি ওসিএন চ্যানেলের সবচেয়ে বেশি জনপ্রিয় নাটক হওয়াতে ২য় সিজনও ঘোষণা করা হয় কিম দ্য আনক্যানি কাউন্টার এর জন্য "মিট এগেইন" নামের একটি গান এ রচনা করে।
কিম সেজেওং ২০১৭ সালে দ্যা সিউল অ্যাওয়ার্ড এ জনপ্রিয় অভিনেত্রী পুরস্কার , ১১ তম এসবিএস এন্টারটেইনমেন্ট এ সেরা চ্যালেঞ্জ পুরস্কার , ৩১ তম কেভিএস অ্যাওয়ার্ড এ সেরা নতুন অভিনেত্রী পান। ২০১৮ সালে, ২০১৮ ব্র্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস এ নারী আইডল-অভিনেতা পুরস্কার লাভ করে। ২০১৯ সালে, ৩৩ তম কেভিএস অ্যাওয়ার্ড এ কে-ড্রামা হালিউ স্টার অ্যাওয়ার্ড এবং ২০২১ সালে ব্রান্ড কাস্টমস লয়েলিটি অ্যাওয়ার্ড এ শ্রেষ্ঠ নারী আইডল অভিনয় পুরস্কার লাভ করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.