photo

Kazi Maruf

Bangladeshi film actor
Date of Birth : 04 Dec, 1983
Place of Birth : Gopalganj, Bangladesh
Profession : Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram
কাজী মারুফ (Kazi Maruf) একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। খুব অল্প সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। বাবা বিখ্যাত পরিচালক কাজী হায়াতের মাধ্যমে চলচ্চিত্রে আসেন এবং তার পরিচালিত ইতিহাস চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

শিক্ষা জীবন
উইলস লিটল ফ্লাওয়ার থেকে 'ও লেভেল' পরীক্ষায় এবং মারুফ মাস্টার মাইন্ড থেকে 'এ লেভেল' পাস করেন। 22শে ফেব্রুয়ারি, 2001, একই দিনে তিনি তার বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন শেষ করে বিকাল ৫টায় এফডিসির ১ম তলায় ‘ইতিহাস’ ছবির মহরতের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরে কাজী মারুফ লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন।

অভিনয় জীবন
অ্যাকশন ঘরানার চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ইতিহাস চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্রটি 2002 সালে মুক্তি পায়। কাজী মারুফ তার প্রথম চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কাজী মারুফ সম্প্রতি বাণিজ্যিক ছবির পাশাপাশি বিকল্পধারার ছবিতে অভিনয় শুরু করেছেন। দেরক্ষীতে নাম ভূমিকায় আনিসুর রহমান মিলন ও ববির পাশাপাশি দুর্দান্ত অভিনয় করেছেন। তবে ইভটিজিং ছবিতে কাশেমের চরিত্রে অভিনয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। ২০১৪ সালে কাজী হায়াৎ পরিচালিত সর্বনাশা ইয়াবা ছবিতে কাজ করছেন। 2015 সালে মাল্টিমিডিয়া ফিল্ম প্রোডাকশন প্রযোজিত ছিন্নমূল ছবিতে অভিনয় করেন। তার নায়িকা লাক্স চ্যানেল আই সুপারস্টার অরিন। এছাড়াও তিনি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভাবাস্ত এবং ফিরোজ খান প্রিন্স পরিচালিত শোধ প্রতিশোদে অভিনয় করেন। দেবাস্ট সিনেমায় মারুফের নায়িকা অরিন এবং ‘শোধ প্রতিশোধ’-এ মৌসুমী হামিদ ও মৌমিতা মৌ। এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী মৌমিতা মৌ।

  • কাজী মারুফ চলচ্চিত্রের তালিকা
    • অন্ধকার
    • অন্য মানুষ
    • ক্যাপ্টেন মারুফ
    • শ্রমিক নেতা
    • গরিবের ছেলে বড়লোকের মেয়ে
    • আইন বড় না সন্তান বড়
    • রাস্তার ছেলে
    • ৫ টাকার প্রেম
    • অশান্ত মন
    • আমার স্বপ্ন
    • মা আমার জান
    • আমার মা আমার অহংকার
    • মায়ের জন্য মরতে পারি
    • বড়লোকের ১০ দিন গরীবের ১ দিন
    • বস্তির ছেলে কোটিপত
    • ওরা আমাকে ভাল হতে দিল না
    • মায়ের জন্য পাগল
    • এক টাকার ছেলে কোটি টাকার মেয়ে
    • অস্ত্র ছাড়ো কলম ধরো
    • ওয়ান্টেড
    • বন্ধু তুমি শত্রু তুমি
    • দারোয়ানের ছেলে
    • অংক
    • ছোট্ট সংসার
    • পিতা পূত্রের গল্প
    • মারুফের চ্যালেঞ্জ
    • রাজা সূর্য খাঁ
    • মানিক রতন দুই ভাই

Quotes

Total 0 Quotes
Quotes not found.