
Golam Mortaza
Bangladeshi cricketer
Date of Birth | : | 23 May, 1980 (Age 44) |
Place of Birth | : | Rajshahi |
Profession | : | Cricketer |
Nationality | : | Bangladeshi |
গোলাম মোর্তজা (জন্ম ২৩মে ১৯৮০) একজন সাবেক বাংলাদেশি প্রথম-শ্রেণী এবং লিস্ট এ ক্রিকেটার। তার জন্ম রাজশাহীতে। তিনি একজন উইকেট-রক্ষক এবং নিচের দিকে নামা ডনহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় চট্টগ্রাম বিভাগের পক্ষে ২০০০-০১ মৌসুমে। পরবর্তীতে তিনি রাজশাহী বিভাগে খেলেন আর সবশেষে ২০০৫-০৬ মৌসুমে সিলেট বিভাগের হয়ে খেলেন। তিনি ৬৮টি ক্যাচ তালুবন্দি করেন উইকেটের পেছনে থেকে এবং ১২টি স্ট্যাম্পিং সম্পন্ন করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। পাশাপাশি তার একটি অর্ধ-শতকও রয়েছে।
Quotes
Total 0 Quotes
Quotes not found.