photo

Bazlur Rahman

journalist
Date of Birth : 03 August, 1941
Date of Death : 26 February, 2008 (Aged 66)
Place of Birth : 3 August 1941
Profession : Journalist
Nationality : Bangladeshi
বজলুর রহমান (Bazlur Rahman) ব্রিটিশ রাজের পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামতপুরে ১৯৪১ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে গণবর্দী স্কুল থেকে এবং ১৯৫৮  সালে আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন। তিনি বিএ সম্পন্ন করেন। ১৯৬১ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এবং ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন।

১৯৬১ সালে রহমান দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি এবং পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাথে জড়িত ছিলেন। তিনি সাপ্তাহিক একোটার প্রতিষ্ঠাতা সম্পাদক, যেটি কমিউনিস্ট পার্টির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আফ্রো-এশিয়া সলিডারিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.