photo

Ananta Jalil

Bangladeshi businessman and actor
Date of Birth : 17 Apr, 1978
Place of Birth : Bangladesh
Profession : Bangladeshi Businessman, Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
এম.এ. জলিল অনন্ত (Ananta Jalil) যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী।

প্রাথমিক জীবন
রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড়ো ভাই মুন্সীগঞ্জ জেলায় বাবার কাছে বড়ো হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান। রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম "আব্দুল জলিল" নামের গৃহশিক্ষকের অণুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান।

অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।

জলিল ১৯৯৯ সালে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে। নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।

সামাজিক কর্মকাণ্ড
অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল। তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন ২৬০ জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি, চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছেন অনন্ত। এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা।

ব্যক্তিগত জীবন
অনন্ত ২৩ সেপ্টেম্বর ২০১১ তারিখে মডেল-অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। বর্ষা মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক। তাদের একসাথে দুই পুত্র, আরিজ ইবনে জলিল এবং আবরার ইবনে জলিল। অনন্ত ও বর্ষার বিবাহবিচ্ছেদের খবর ২০১৩ সালে ভাইরাল হয়। যদিও, পরে তারা একটি বোঝাপড়ায় এসেছিলেন এবং দম্পতি হিসাবে একসাথে থাকতে শুরু করেছিলেন। ২০১৯ সালে, তারা ইতালিতে তাদের অষ্টম বার্ষিকী উদযাপন করেছে।

  • অভিনীত চলচ্চিত্র
    • খোঁজ-দ্যা সার্চ
    • হৃদয় ভাঙ্গা ঢেউ
    • দ্য স্পীড
    • মোস্ট ওয়েলকাম
    • নিঃস্বার্থ ভালবাসা
    • মোস্ট ওয়েলকাম ২
    • দিন-দ্য ডে
    • কিল হিম
    • দ্যা স্পাই
    • নেত্রী-দ্য লিডার

Quotes

Total 0 Quotes
Quotes not found.