photo

Afsana Ara Bindu

Bangladeshi model and actress
Date of Birth : 14 January, 1988 (Age 37)
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Bangladeshi Model, Actress
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram

আফসানা আরা বিন্দু  (Afsana Ara Bindu) হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল। তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল "দারুচিনি দ্বীপ"। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় স্নাতক।

অভিনয় জীবন
বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন। বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের "দারুচিনি দ্বীপ" ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসাসফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত "এইতো প্রেম" চলচ্চিত্রটি গত ১৩ মার্চ ২০১৫ সালে মুক্তি পায়।

পুরষ্কার এবং মনোনয়ন

  • ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানার আপ
  • তার দারুচিনি দীপ চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের প্রাথমিক নির্বাচনে মনোনীত।

Quotes

Total 0 Quotes
Quotes not found.