photo

Afran Nisho

Bangladeshi actor
Date of Birth : 08 Dec, 1980
Place of Birth : Bhuapur Upazila, Tangail, Bangladesh
Profession : Bangladeshi Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
আফরান নিশো (Afran Nisho) (জন্ম: আহম্মেদ ফজলে রাব্বি; ৮ ডিসেম্বর ১৯৮০) একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। ২০০৩ সাল থেকে তিনি ৮০০টিরও অধিক টেলিভিশন নাটক, টেলিভিশন চলচ্চিত্র, ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন।
টেলিভিশন নাটক যোগ বিয়োগ-এ অভিনয়ের জন্য ২০১৬ সালে তিনি সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পুরস্কার পেয়েছেন।

জীবন
নিশোর বাবা আবদুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যানসারজনিত রোগে ভুগে ১ অক্টোবর ২০২০ মৃত্যুবরণ করেন। নিশোর এক ভাই ও এক বোন রয়েছে।
নিশো ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল থেকে এস.এস.সি. পাস করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন।

কর্মজীবন
বিজ্ঞাপনচিত্র
অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান "টকিজ" স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। (২০০৩)। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন।
তিনি বাঁধন, আনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন।

নাটক
গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে এ ভুবনে আসেন তিনি (২০০৬)। নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ হলঃ অপেক্ষার ফটোগ্রাফি, আঁধার ও আলো , বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল, বিয়ে পাগল ইত্যাদি।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

ছরশিরোনামচরিত্রপরিচালকমন্তব্য
২০২২প্রায়শ্চিত্তভিকি জাহেদবঙ্গ ওয়েব চলচ্চিত্র
২০২৩নীল জলের কাব্যটিবিএশিহাব শাহীনআই-স্ক্রিন ওয়েব চলচ্চিত্র
সুড়ঙ্গআলমরায়হান রাফীনিশোর অভিষেক চলচ্চিত্র
ঘোষিত হবেআবরার আতহারের শিরোনামহীন চলচ্চিত্রটিবিএআবরার আতহারঘোষণা করেছে

ওয়েব ধারাবাহিক


বছরশিরোনামচরিত্রপরিচালকমন্তব্য
২০২৩সাড়ে ষোলরেজাইয়াছির আল হকহইচই
২০২২সিন্ডিকেটহাবিবুর রহমান আদনানশিহাব শাহীনচরকি
কাইজারকাইজারতানিম নূরহইচই
রেডরামরাশেদ চৌধুরীভিকি জাহেদচরকি
২০২১মরীচিকাচরকি
মাইনকার চিপায়জি৫

টেলিভিশন

    • সুখের অসুখ (২০০৮)
    • সমুদ্রজল (২০০৯)
    • কারো কোন নীতি নেই (২০০৯)
    • প্রেমময় মৃর্নোময় (২০১০)
    • মানব জমিন (২০১০)
    • অচেনা মানুষ (২০১০)
    • সবুজ নক্ষত্র (২০১০)
    • রুমালি (২০১১)
    • রং বেরং (২০১১)
    • নো প্রবলেম (২০১১)
    • দুলছে পেন্ডুলাম (২০১১)
    • আমার বাড়ি তোমার বাড়ি (২০১১)
    • এক পলকে (২০১২)
    • স্বপ্নগুলো ইচ্ছেমত (২০১২)
    • ফুলপরি" (২০১২)
    • নিরুপমা (২০১২)
    • দুস্কর সমিত্র আর সাদাকালো ফ্রেম (২০১২)
    • মেঘলা রোদ্র (২০১২)
    • মায়াজাল (২০১২)
    • আধারেই আলো (২০১২)
    • নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৭)
    • প্রপোজ (২০১২)
    • ইডিয়ট (২০১২)
    • বিভ্রান্তি (২০১২)
    • ধন্যবাদ ভালবাসা (২০১৩)
    • টার্ন ওভার (২০১২)
    • উত্তরাধিকার (২০১২)
    • নেক্সট জেনারেসন ডট (২০১২)
    • তবুও জীবন (২০১৩)
    • হিমেল (২০১৩)
    • গ্রন্থকার (২০১৩)
    • একটি লাল শাড়ী এবং
    • ট্রাম্প কার্ড (২০১৩)
    • জোকার (২০১৩)
    • ভালবাসার খাচা ফেরে (২০১৩)
    • অসমাপ্ত ভালবাসা (২০১৩)
    • নিল রঙ্গের গল্প
    • আমি দেবদাস হতে চাই (২০১৪)
    • একহাজার টাকা
    • সম্মোধন তিন প্রকার
    • চোখের মধ্যে স্বপ্ন থাকর (২০১৪)
    • দ্যা ম্যাট্রোপোসিস (২০১৪)
    • লেটস ফ্লাই (২০১৪)
    • অজস্র ভুল বা একটি পদ্ম ফুল (২০১৪)
    • লোটা কম্বল (২০১৪)
    • নীলার অপমৃত্যু (২০১৪)
    • অভিনেতা (২০১৪)
    • তিন নাম্বার হাত (২০১৪)
    • টম এন্ড জ্যারি
    • গোল্লাছুট (২০১৪)
    • একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)
    • অগ্নিগিরি (২০১৪)
    • না চাইলেই যারে পাওয়া যায় (২০১৪)
    • বিয়ে পাগল (২০১৪)
    • ডে আউট (২০১৪)
    • কাঠপোকা (২০১৪)
    • স্বপ্নেই বসাবস (২০১৪)
    • দৌরাত্ম্য (২০১৪)
    • থ্রেটওয়ালা
    • জলফড়িং এর গান (২০১৪)
    • আমার স্ত্রী আততায়ী (২০১৪)
    • লাইফ এন্ড পিয়ানো (২০১৪)
    • বিজলী (২০১৪)
    • স্বপ্নে দেখা রাজকন্যা (২০১৪)
    • অপূর্বা (২০১৪)
    • অপেক্ষার ফটোগ্রাফি (২০১৫)
    • নিল চিরকুট এবং তুমি (২০১৫)
    • ব্রেক আপ ব্রেক ডাউন (২০১৫)
    • ট্রুথ আন্ড ডিয়ার (২০১৫) 
    • জীবন বদল (২০১৫)
    • আউট অফ দ্যা ওয়াল্ড (২০১৫)
    • অগোচরে ভালবাসা (২০১৫)
    • পেন্ডোলাব (২০১৫)
    • কিছুটা ভালবাসা গল্প (২০১৫)
    • আবারও দেবদাস (২০১৫)
    • বিপোর দ্যা লাভ
    • তেল ও জ্বলের গল্প (২০১৫)
    • শুধুই তোর জন্য (২০১৫)
    • কোথায় পাবো তারে (২০১৫)
    • ১২ হাউর্স (২০১৫)
    • আকাশের ঠিকানায় (২০১৫)
    • ত্রিভুজ আতমা (২০১৫)
    • বাতাসের মানুষ (২০১৫)
    • ডিটেক্টিভ শমসের ও জাপানি অন্তিক (২০১৫)
    • ব্রেক আপ স্টোরি (২০১৫)
    • এক অদ্ভুত ভালবাসা (২০১৫)
    • দিন দুপরে দিনাজপুরি (২০১৫)
    • সিকান্দর বক্স এখন নিজ গ্রামে (২০১৫)
    • পারফিউম (২০১৫)
    • জল ফড়িং ভালবাসা (২০১৫)
    • ও রাধা ও কৃষ্ণা (২০১৫)
    • রানীবালা (২০১৫)
    • বাকসোবন্ধি (২০১৬)
    • নীল চোখ (২০১৬)
    • চিরকুট (২০১৬)
    • নো অ্যানসার (২০১৬)
    • বিপরটেপ (২০১৬)
    • বিশ্বাস ঘটক (২০১৬)
    • উড়াল প্রেম (২০১৬)
    • তিনি আমার বক্কর ভাই (২০১৬)
    • শন্যতে (২০১৬)
    • সম্পানকাউক (২০১৬)
    • মিট মি নেভার (২০১৬)
    • রেড রোজ (২০১৭)
    • ইন ডিসিপ্লিন (২০১৭)
    • সংসার (২০১৭)
    • অৎপর জীবনের গল্প (২০১৭)
    • সাদা কাগজে সাজানো অনূভুতি (২০১৭)
    • শ্বশুরালয় মধুরলায় (২০১৭)
    • ডিভোর্স (২০১৭)
    • ধুমকেতু (২০১৭)
    • কত স্বপ্ন কত আশা (২০১৭)
    • তেতো (২০১৭)
    • তোমার কথা বলবো কাকে (২০১৭)
    • শুন্য সমীকরণ 
    • সমাপ্ত গল্পের অসমাপ্ত অধ্যায় (২০১৭)
    • প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১)
    • পুনর্জন্ম (২০২১)
    • পুনর্জন্ম ২ (২০২১)
    • চিরকাল আজ (২০২১)
    • আপন (২০২১)
    • হ্যালো শুনছেন (২০২১)
    • এক মুঠো প্রেম (২০২১)
    • কায়কোবাদ (২০২১)
    ধারাবাহিক নাটক
    • হাউজ নং ৯৬ (২০২১)
    পুরস্কার ও মনোনয়ন
    মেরিল-প্রথম আলো পুরস্কার
    প্রদানের তারিখবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
    ২০১৭সেরা টিভি অভিনেতা (সমালোচক)যোগ বিয়োগবিজয়ী
    ২০১৮সেরা টিভি অভিনেতা (দর্শক জরিপ)সোলমেটমনোনীত
    ২০১৯সেরা টিভি অভিনেতা (সমালোচক)ফেরার পথ নাইমনোনীত
    সেরা টিভি অভিনেতা (দর্শক জরিপ)বুকের বাঁ পাশেবিজয়ী
    ২০২১শেষটা সুন্দরবিজয়ী
    ২০২২সেরা টিভি ও ডিজিটাল মাধ্যম অভিনেতা (দর্শক জরিপ)পুনর্জন্মবিজয়ী
    ২০২৩পুনর্জন্ম ৩বিজয়ী
    আরটিভি স্টার অ্যাওয়ার্ড
    প্রদানের তারিখবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
    ২৮ ডিসেম্বর ২০১৯১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্রএই শহরে ভালোবাসা নেইবিজয়ী
    ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্রজাহানারার একটি ভাই ছিলমনোনীত
    চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার

    প্রদানের তারিখবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
    ১১ মার্চ ২০২২শ্রেষ্ঠ নাট্য অভিনেতাবিলোপবিজয়ী
    ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
    প্রদানের তারিখবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
    ২১ অক্টোবর ২০২৩শ্রেষ্ঠ অভিনেতারেডরামবিজয়ী
    কাইজারমনোনীত
    সমালোচনা
    ২০২১ সালের ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের 'পাপ কর্মের ফল' বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে।  নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠনও প্রতিবাদ জানায়। এ ঘটনায় আফরান নিশোসহ সিএমভির পুরো টিম দুঃখ প্রকাশ করে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।

    Quotes

    Total 0 Quotes
    Quotes not found.