photo

Adnan Abidi

Indian photographer
Date of Birth : 19 May, 1983
Place of Birth : New Delhi, India
Profession : Photographer
Nationality : Indian
Social Profiles :
Twitter
Instagram
আদনান আবিদী (Adnan Abidi) ভারতের নয়াদিল্লির একজন ফটো সাংবাদিক যিনি বার্তাসংস্থা রয়টার্সের সাংবাদিক হিসেবে দুইবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন।

কর্মজীবন
আদনান আবিদী ডার্করুম সহকারী হিসাবে ১৯৯৭ সালে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি রয়টার্সে স্ট্রিংগার হিসাবে কাজ শুরু করে পরে ফটো সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।

তিনি ১৯৯৯ সালে ভারতের বিমান ফ্লাইট আইসি-৮১৪ ছিনতাইয়ের পর কান্দাহারে ছবি তোলেন। ২০০৪-এর ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামির ও ২০০৫-এর কাশ্মীর ভূমিকম্পের ছবি তোলেন তিনি।

এছাড়াও ২০১১ -২০১২ মালদ্বীপের রাজনৈতিক সঙ্কট, ২০১৩ সালে নেপাল ও ওড়িশায় ঘূর্ণিঝড় পাইলিন, ২০১৫ সালে নেপালের ভূমিকম্প, জুলাই ২০১৬ সালের ঢাকা আক্রমণের ছবিও তিনি তোলেন।

২০১৮ সালে তিনি বার্তাসংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক হিসেবে রোহিঙ্গা শরণার্থী সংকট ডকুমেন্টিংয়ের জন্য দানিশ সিদ্দিকী সাথে ফিচার ফটোগ্রাফির পুলিৎজার পুরস্কার পেয়ে ছিলেন। ২০১২-২০ হংকংয়ের বিক্ষোভের কভারেজের জন্য তিনি ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য ২০২০ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.