-651e8af98c339.jpeg)
A. B. M. Musa
Bangladeshi Journalist
Date of Birth | : | 28 February, 1931 |
Date of Death | : | 09 April, 2014 (Aged 83) |
Place of Birth | : | Feni, Bangladesh |
Profession | : | Journalist |
Nationality | : | Bangladeshi |
এ বি এম মুসা (A. B. M. Musa) ছিলেন একজন বাঙালি সাংবাদিক। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সাংবাদিকতার জন্য একুশে পদকে ভূষিত হন।
শিক্ষা
মুসা ফেনী জেলায় ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সরকারি মোসলেম উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং চৌমহনী কলেজে শিক্ষা লাভ করেন। চৌমোহনী কলেজে তিনি কলেজ পত্রিকা কইফয়োট-এর সম্পাদক হিসেবে প্রথম সাংবাদিকতায় প্রবেশ করেন।
কর্মজীবন
১৯৫০ সালে তৎকালীন দৈনিক ইনসাফের সাথে সাংবাদিক হিসাবে মুসা তার কর্মজীবন শুরু করেন। একই বছর তিনি দৈনিক পাকিস্তান অবজারভারে চলে যান। তিনি পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মুসা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসি এবং সানডে টাইমসের একজন সংবাদদাতা ছিলেন। তিনি ছিলেন জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তৎকালীন মর্নিং নিউজের সম্পাদকও ছিলেন তিনি। মুসা বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক হিসাবে মে ১৯৮৫ থেকে মার্চ ১৯৮৭ পর্যন্ত কাজ করেছেন। পরবর্তী জীবনে তিনি ২০০৪-০৫ সাল পর্যন্ত দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে কাজ করেন। মুসা ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফেনী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ছিলেন।
ব্যক্তিগত জীবন
মুসার বিয়ে হয়েছিল সেতারা মুসার সাথে (১৯৪০-২০২৩)। সেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং দৈনিক জনতা, দৈনিক আওয়াজ এবং বর্তমানে বন্ধ হয়ে যাওয়া দৈনিক পূর্বকোণ সহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন। তাদের এক ছেলে নাসিম মুসা এবং তিন মেয়ে ছিল মরিয়ম সুলতানা মুসা রুমা, পারভীন সুলতানা মুসা ঝুমা এবং ডাঃ শারমিন মুসা।
Quotes
Total 0 Quotes
Quotes not found.