Surah Falaq Bangla

Surah Falaq Bangla
Admin November 19, 2024 278
সুরা আল - ফালাক

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অসিম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

قُلْ أَعُوذُ بِرَ‌بِّ الْفَلَقِ

কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

مِن شَرِّ‌ مَا خَلَقَ

মিন্ শার রিমা-খলাক্ব

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ‌ غَاسِقٍ إِذَا وَقَبَ

অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ‌ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

وَمِن شَرِّ‌ حَاسِدٍ إِذَا حَسَدَ

অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।