মাদ্রাসা শিক্ষকদের বেতন

মাদ্রাসা শিক্ষকদের বেতন
Admin February 04, 2025 506
মাদ্রাসা শিক্ষকদের বেতন কাঠামো এমপিও (মাসিক বেতন আদেশ) অনুযায়ী নির্ধারিত হয়, যেখানে সরকারের অংশ এবং প্রতিষ্ঠান বা ব্যক্তিগত অংশ অন্তর্ভুক্ত থাকে। সরকারের অংশে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্ট অন্তর্ভুক্ত থাকে, যা সম্পূর্ণভাবে সরকার প্রদান করে। প্রতিষ্ঠান বা ব্যক্তিগত অংশে বাড়িভাড়া ভাতা অন্তর্ভুক্ত থাকে, যা ৫০% প্রতিষ্ঠান এবং ৫০% শিক্ষক দ্বারা বহিত হয়। 

জানুয়ারি ২০২৫ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের জানুয়ারি/২০২৫ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ৩২৯/০১/২০২৫খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের বেতন

শিক্ষক-কর্মচারীগণ আগামী ০২/০২/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জানুয়ারি/২০২৫ মাসের বেতন-ভাতাদি‘র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

একজন নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক নতুন যোগদানকালে ১২৫০০ মূল বেতন পান (সরকারি অংশ+বেসরকারি অংশ), বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। সেদিক থেকে হিসাব করলে ১২৫০০+১০০০+৫০০ = ১৪০০০ টাকা মাত্র বেতন ভাতা পেয়ে থাকেন।

১০ম গ্রেডে বেতন পেতে হলে করনীয় কি?

নিম্ন-মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে এম.পি.ও.ভুক্ত প্রতিষ্ঠানে  শিক্ষায় ডিগ্রিবিহীন কোনাে সহকারী শিক্ষক/সহকারী মৌলভী যােগদানের ০৫ (পাঁচ) বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ/সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমােদিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ডিগ্রি (বিএড/বিএমএড/সমমান-যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযােজ্য) অর্জন করলে তিনি এ ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০ এ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড উচ্চতর স্কেল/গ্রেড হিসেবে গণনাযােগ্য হবে না। এই জনবলকাঠামাে জারির পূর্বে শিক্ষায় ডিগ্রিবিহীন এম.পি.ও. ভুক্ত শিক্ষকগণ এ জনবলকাঠামাে জারির পরবর্তী ০৫ (পাঁচ) বছরের মধ্যে বর্ণিত প্রতিষ্ঠান হতে শিক্ষায় ডিগ্রি (বিএড/বিএমএড/সমমান-যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযােজ্য) অর্জন করতে পারবেন।

মাদ্রাসা শিক্ষক কত টাকা বেতন পান?

মাদ্রাসা শিক্ষক এবং আয়া মাসিক মূল বেতন সরকারি এবং বেসরকারি অংশ মিলে ৮২৫০ টাকা, সাথে বাড়ি ভাড়া ভাতা ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান। মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা পান বছরে দুটি ২০০৪ সালে বেসরকারি  শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% উৎসব ভাতা হিসেবে প্রদানের নির্দেশনা জারি করা হয়। আজও ২০০৪ সালের নির্দেশনা মোতাবেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা আজও বোনাস হিসেবে শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা মূল বেতনের ৫০% উৎসব ভাতা পাচ্ছে। দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে কর্মরতদেরকে জাতীয় বেতন স্কেল অনুসারে উৎসব ভাতা প্রদান করা হয়ে থাকে।সেরা অনলাইন কোর্স


বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা পান কি এরা?

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীও ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। বর্তমান সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে ৮২৫০ টাকা মূল বেতন ধারী বছরে একবার ১৬৫০ টাকা পান এবং ৭১২০০ টাকা মূল বেতন ধারী ১৪২৪০ টাকা বাংলা নববর্ষ ভাতা হিসাবে প্রাপ্য হন।

এমপিওভূক্ত শিক্ষক -কর্মচারীদের বেতন গ্রেড, অভিজ্ঞতা ও নিয়োগ যোগ্যতা ২০২৫

একজন সহকারী শিক্ষক অর্থাৎ ১০ গ্রেডে চাকরিতে নিয়োগের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞান, ব্যবসা শিক্ষা বা মানবিকে স্নাতক ডিগ্রি/সমমান ও বিএড ডিগ্রি /সমমান। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বেতন স্কেল ১০ম গ্রেডে মূল বেতন ১৬০০০ টাকা। জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক ১৬০০০-৩৮৬৪০ টাকা। অন্যদিকে প্রশিক্ষণ বিহীনদের ক্ষেত্রে চাকরি শুরুর দিকে ১২৫০০ টাকা মূল বেতন। জাতীয় বেতন স্কেল ১২৫০০-৩০২৩।