দাউদের এন্টিবায়োটিক

দাউদের এন্টিবায়োটিক
Admin February 04, 2025 520
দাউদ এক ধরনের ছত্রাক জনিত অস্বস্তিকর চর্মরোগ। যে রোগ থেকে কে না মুক্তি পেতে চাই? তাইতো এই পোস্টটিতে আমরা দাউদ থেকে মুক্তির জন্য দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম, দাম ও ব্যবহার করার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যাতে করে আপনারা দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের এন্টিবায়োটিক ওষুধের নাম ও দাম সম্পর্কে জানতে পারেন। এছাড়াও এই পোস্টটিতে আপনারা দাউদের ট্যাবলেট এর নাম ও দাউদের অ্যান্টিবায়োটিক ঔষধের নামের পাশাপাশি দাউদের মলমের নাম, দাউদের ক্রিম এর নাম ও দাম, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। যদি আপনারা পোস্টটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।

দাউদের এন্টিবায়োটিক

বর্তমানে বাংলাদেশ ও ভারতে দাউদের বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ঔষধ পাওয়া যায়। তবে এর মধ্যে অনেক এন্টিবায়োটিক ওষুধ আছে যেগুলা খুব বেশি কার্যকারী নয় আবার অনেক এন্টিবায়োটিক ওষুধ রয়েছে যেগুলো অনেক কার্যকরী। আপনারা যদি দাউদের সমস্যা থেকে মুক্তির জন্য দাউদের এন্টিবায়োটিক ঔষধ খেতে চান তাহলে নিচে দাউদের কিছু কার্যকারী এন্টিবায়োটিক ওষুধের নাম দেওয়া হলো যেগুলো খেতে পারে। দাউদের এন্টিবায়োটিক ওষুধ গুলোর নাম হলো-
  • অমোস্টিন 
  • ফ্লুগাল (Flugal)
  • কানামাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • নেটিলমাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • প্যারোমোমাইসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • অ্যামিকাসিন (অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ)
  • হেরবিমাইসিন (অ্যানসামাইসিন গ্রুপ)
  • জেলডানামাইসিন (অ্যানসামাইসিন গ্রুপ)
  • এরটাপেনেম (কার্বাপেনেম গ্রুপ)
  • ইমিপেনেম/সিলাস্টাটিন (কার্বাপেনেম গ্রুপ)
  • মেরোপেনেম (কার্বাপেনেম গ্রুপ) ইত্যাদি।
উপরে দাউদের কিছু এন্টিবায়োটিক ওষুধের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদের জন্য এন্টিবায়োটিক ওষুধ খেতে চান তারা এই ওষুধগুলো খেতে পারেন।

দাউদের ট্যাবলেট এর নাম

দাউদ খুবই অস্বস্তিকর চুলকানি জাতীয় একটি সমস্যা। এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যার দাউদ হয়নি। দাউদ সাধারণত ছত্রাক জনিত ভাইরাসের কারণে হয়। এটি একটি ছোঁয়াচে রোগ। গরমের সময় সাধারণত এই রোগটি আমাদের মাঝে বেশি দেখা যায়। এটি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে যেমন- মাথা, বগল, কুঁচকি, নখ, পা ইত্যাদি। দাউদ সাধারণত দেখতে গোলাকৃতির লাল ক্ষুদ্র ক্ষুদ্র দানাযুক্ত হয়। 

এই রোগটি প্রথম অবস্থায় সীমিত আকারে দেখা দিলেও যদি এর সঠিক সময় চিকিৎসা করা না হয় তাহলে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনারা যদি দাউদের সমস্যায় আক্রান্ত হন তাহলে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন। তবে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা দাউদের বিভিন্ন ট্যাবলেট এর নাম জানতে চাই। তাই এই পোস্টটিতে আমরা দাউদের কিছু ট্যাবলেট এর নাম উল্লেখ করেছি। দাউদের ট্যাবলেট গুলোর নাম হলো-
  • Lucan-R
  • Flugal 
  • Canazole 
  • Grisovin Fp 500 MG Tablet
  • Phexin 500 MG Capsule
  • Terbin 250 MG Tablet
  • Derma 50 MG Teblet
  • Vori 200 MG Teblet
  • Itra 100 MG Capsule
  • Fluconazole
উপরে দাউদের ক্যাপসুল এর কিছু নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদের সমস্যায় রয়েছেন তারা এই ক্যাপসুলগুলো ব্যবহার করতে পারেন।

দাউদের মলমের নাম

দাউদ এমন একটি রোগ যেটি খুবই অস্বস্তিকর একটি রোগ। এই রোগে যে আক্রান্ত হয় শুধুমাত্র সেই বুঝে এই রোগের কি জ্বালা। তাই তো দাউদ রোগ থেকে সবাই মুক্তি পেতে চায়। তবে দাউদ রোগ থেকে মুক্তির জন্য বাজারে অনেক ধরনের মলম পাওয়া যায়। তারমধ্যে কার্যকারী কিছু দাউদের মলমের নাম নিচে উল্লেখ করা হলো।
  • Pevisone
  • Fungidal cream
  • Topicazole plus
  • Ring Guard 12 mg
  • Fungidal-HC 
  • Terbifin

উপরে দাউদের জন্য কিছু কার্যকারী মলমের নাম উল্লেখ করা হয়েছে। আপনারা যারা দাউদ রোগে আক্রান্ত আছেন তারা চাইলে এই মলম গুলো ব্যবহার করতে পারেন। এই মলম গুলো ব্যবহারে খুব তাড়াতাড়ি দাউদ থেকে মুক্তি পাওয়া যায়।