Acteria Capsule

Acteria Capsule
Admin January 28, 2025 202
অ্যাক্টেরিয়া ক্যাপসুল এক ধরণের প্রোবায়োটিক হারবাল ঔষুধ। এটি মূলত মানুষের অন্ত্রের এপিথেলিয়াল সেল এর ওপর কাজ করার মাধ্যমে অন্ত্রের প্রদাহ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি পরিপাকতন্ত্রে অবস্থিত ল্যাক্টিক এসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিপাকতন্ত্রে পিএইচ কমায় এবং এভাবে এতে অবস্থিত ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে। তাছাড়াও এটি ক্ষতিকারক জীবাণুদেরও রিসেন্টর বাইন্ডিং এর ক্ষেত্রে প্রতিযোগিতা করে থাকে।


Acteria Capsule

উপাদান

প্রতিটি অ্যাক্টেরিয়া ক্যাপসুল এবং পাউডারের প্যাকেটে  আছেঃ- 

  •  ল্যাকটোব্যাসিলাস এসিডোফিলাস (২ বিলিয়ন)
  • ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস (১ বিলিয়ন)
  • বিফিডোবাকটেরিয়াম বিফিডাম (১ বিলিয়ন) 
  • ফ্লুট্টো-অলিগোস্যাকারাইডস।

অ্যাক্টেরিয়া ক্যাপসুল এর কাজ

অ্যাক্টেরিয়া ক্যাপসুল মূলত নির্দেশিত হয় অণুজীববিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কারী হিসেবে। তাছাড়া এটি অনেক সময় বদহজমের চিকিৎসায় সেবন করা হয়ে থাকে। অ্যাক্টেরিয়া নির্দেশিতঃ

অণুজীব বিরোধী হিসেবে

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে
  • ডায়রিয়া প্রতিরোধে
  • এলার্জি প্রতিরোধে
  • এন্টি অক্সিডেন্ট হিসেবে
  • রোটাভাইরাস ডায়রিয়ার চিকিৎসায়
  • এন্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া
  • ক্লোট্রিডিয়ান ডিফিসাইন জনিত ডায়রিয়া এবং
  •  ট্রাভেলারস্ ডায়রিয়ার চিকিৎসায়। 

অ্যাক্টেরিয়া স্যাসেট বা পাউডার নির্দেশিতঃ

  • রোটাভাইরাস ডায়রিয়া
  • এন্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া
  • ক্লোসট্রিডিয়াম ডিফিসাইল জনিত ডায়রিয়া
  • ট্রাভেলারস্ ডায়রিয়া
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। 

 অ্যাক্টেরিয়ার দাম

অ্যাক্টেরিয়া প্রতি প্যাকেট পাউডারের সর্বোচ্চ খুচরা মূল্য ৪২ টাকা এবং প্রতিটি ক্যাপসুল এর মূল্য ৪০ টাকা। 

অ্যাক্টেরিয়া খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্কদের জন্য ১ থেকে ২ টি প্রোবায়োটিক ক্যাপসুল দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

শিশুদের জন্য একটি স্যাসেট দৈনিক একবার দুধ অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সর্বোত্তম। 

ঔষদের মিথষ্ক্রিয়া 

এখন পর্যন্ত প্রোবায়োটিক কম্বিনেশন এর অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়ার কোন তথ্য পাওয়া যায়নি।