
Wasimul Bari
Bangladeshi actor
Date of Birth | : | 01 January, 1952 |
Date of Death | : | 14 November, 2004 (Aged 52) |
Place of Birth | : | Patuakhali District, Bangladesh |
Profession | : | Actor |
Nationality | : | Bangladeshi |
ওয়াসীমুল বারী রাজীব (Wasimul Bari Rajib) যিনি রাজিব নামেই বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে তিনি দাঙ্গা (১৯৯২), হাঙর নদী গ্রেনেড (১৯৯৭), ভাত দে (১৯৮৪) প্রভৃতি। ১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেয়েছেন।
পারিবারিক জীবন
তার স্ত্রীর নাম ইসমত আরা। এই দম্পতির পাঁচ সন্তান। তিন ছেলে, প্রথম দুই ছেলে সন্তান জমজ ছিলেন-এরা ১৯৯৬ সালে দুর্ঘটনায় নৌকা ডুবে মৃত্যুবরণ করেন। তৃতীয় ছেলের নাম সায়নুল বারী দ্বীপ। দুই মেয়ে- নাম রানিসা রাজীব ও রাইসা রাজীব।
রাজনৈতিক জীবন
রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদের (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।
মৃত্যু
রাজিব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
চলচ্চিত্র তালিকা
- ১৯৮২ খোকন সোনা
- ১৯৮৪ ভাত দে
- ১৯৯২ ত্রাস
- ১৯৯২ শেষ খেলা
- ১৯৯২ দাঙ্গা
- ১৯৯৩ কেয়ামত থেকে কেয়ামত
- ১৯৯৩ প্রেম দিওয়ানা
- ১৯৯৪ জীবন দিয়ে ভালোবাসি
- ১৯৯৪ রাজ পথের রাজা
- ১৯৯৪- বিক্ষোভ
- ১৯৯৪ অন্তরে অন্তরে
- ১৯৯৫ দেনমোহর
- ১৯৯৫ বাবার আদেশ
- ১৯৯৫ মহামিলন
- ১৯৯৫ শেষ সংগ্রাম
- ১৯৯৫ আন্দোলন
- ১৯৯৫ ওরা তিনজন
- ১৯৯৫ স্বপ্নের ঠিকানা
- ১৯৯৬ সত্যের মৃত্যু নাই
- ১৯৯৬ দূর্জয়
- ১৯৯৬ বশিরা
- ১৯৯৬ স্বপ্নের পৃথিবী
- ১৯৯৬ খলনায়ক
- ১৯৯৭ হাঙর নদী গ্রেনেড
- ১৯৯৭ প্রেম পিয়াসী
- ১৯৯৭ লুটতরাজ
- ১৯৯৭ গুন্ডা পুলিশ
- ১৯৯৭ বুকের ভেতর আগুন
- ১৯৯৮ ভন্ড
- ১৯৯৭ ক্ষুধার জ্বালা
- ১৯৯৮ দেশ দরদী
- ১৯৯৮ মায়ের কসম
- ১৯৯৯ অনন্ত ভালবাসা আশরাফ চৌধুরী
- ১৯৯৯ মগের মুল্লুক
- ২০০১ স্বপ্নের বাসর
- ২০০১ চেয়ারম্যান
- ২০০১ বন্ধু যখন শত্রু কামরান
- ২০০১ ওদের ধর
- ২০০২ মাস্তানের উপর মাস্তান -
- ২০০২ ও প্রিয়া তুমি কোথায়
Quotes
Total 0 Quotes
Quotes not found.