photo

Uttom Sarkar

Freelancer
Date of Birth : 01 October, 1996 (Age 28)
Place of Birth : Rangpur, Bangladesh
Profession : Freelancer, Biker
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram
আমার নাম উত্তম চন্দ্র সরকার (Uttom Sarkar)। ডাক নাম শুভ। বাবার নাম মৃতঃ সুভাষ চন্দ্র সরকার। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। আমার মা পেশায় একজন শিক্ষিকা। আমার গ্রামের নাম- রাতিয়া, ডাকঘর- বৈরাতী হাট, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।

শিক্ষা

আমার লেখা পড়া শুরু হয় আমার মায়ের প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুল পাস করে আমি গ্রামের একটি হাই স্কুল এ ভর্তি হই। স্কুল এর নাম রাতিয়া উচ বিদ্যালয়। সেখানে এক বছর থাকার পরে আমি চলে যাই ক্রিয়েটিভ একাডেমী পাবলিক স্কুলে। সেখান থেকে আমি এসএসসি পাস করি। এসএসসি এর পরে আমাদের এলাকার কলেজ বৈরাতী ডিগ্রী কলেজে ভর্তি হই। সেখান থেকে এইচএসসি পাস করে আবার ঐ কলেজে ডিগ্রী ভর্তি হই এবং ডিগ্রী তিন বছর এর কোর্স শেষ করি।

পেশা

এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমাদের পাশের উপজেলার এক বড় ভাই এর কাছে থেকে কাজ শিখে আমি অনলাইন সেক্টর এ কাজ করতেছি। বড় ভাই এর সাথে পরিচয় হাই স্কুল থেকেই। তার প্রতিষ্ঠানের নাম Learn Freelancing With Tusher. এখান এ অনেক বেকার যুবক তাদের ক্যারিয়ার গড়ার জন্য প্রতিনিয়ত কাজ শিখে যাচ্ছে।

উপসংহার

নিজের সম্পর্কে বলার মতো এখনও বড় কিছু অর্জন করতে পারি নাই। তবে সৃষ্টিকর্তার উপরে ভরসা আছে একদিন সফলতার দেখা পাব। কাজের পাশাপাশি আমার ঘুরে বেড়াতে, ছবি তুলতে এবং Bike Riding এ আমার শখ আছে।

Quotes

Total 0 Quotes
Quotes not found.