
Umama Fatema
Political activist
Date of Birth | : | 28 February, 1998 (Age 27) |
Place of Birth | : | Chattogram, Bangladesh |
Profession | : | Political Activist |
Nationality | : | Bangladeshi |
উমামা ফাতেমা (Umama Fatema) একজন বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীতে সংগঠনটির মুখপাত্র নিযুক্ত হন। তিনি পূর্বে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
উমামা ফাতেমা বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
আন্দোলন
উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যুক্ত হন ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে। এরপর যুক্ত হন টিএসসিতে মেট্রো স্টেশন বিরোধী আন্দোলন, গণরুম-গেস্টরুমের বিরুদ্ধে আন্দোলনসহ চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। পাশাপাশি, মঙ্গলবারের গপ্পোসপ্পো নামের একটা সাপ্তাহিক পাঠচক্রের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক তৎপরতার সাথেও তিনি যুক্ত ছিলেন।
তিনি বৈষম্যবিরোধী ভর্তির আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কোটা সংস্কার আন্দোলন-এও সক্রিয় ছিলেন।
২০২৫ সালের জানুয়ারিতে, একটি ভাইরাল ভিডিওতে তিনি পুলিশ বাহিনীর ইউনিফর্মের রঙ পরিবর্তন করে গোলাপি করার প্রস্তাব দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের দেওয়া "ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’" গ্রহণ না করায় তিনি বেশ আলোচিত হোন। ৪ মে ২০২৫, উমামা নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য বলে মন্তব্য করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.