Tazin Ahmed
Date of Birth | : | 30 July, 1975 |
Date of Death | : | 22 May, 2018 (Aged 42) |
Place of Birth | : | Noakhali, Bangladesh |
Profession | : | Journalist, Bangladeshi Actress, Playwright, Director |
Nationality | : | Bangladeshi |
- শেষ দেখা শেষ নয় (১৯৯৬)
- ‘নীলচুড়ি
- বন্ধন
- অদেখা ভুবন (২০০৪)
- উৎস (২০০৭)
- নলবাজি (২০০৭)
- পরস্পর (২০০৮)
- দ্য ফ্যামিলি (২০০৯)
- বার বার ফিরে আসে (২০০৯)
- ও বন্ধু আমার (২০০৯)
- মা (২০১৩)
- নকশাল (২০১৪)
- তোমার খোলা হাওয়া
- অত:পর বিবাহ বার্ষিকী
- সাত পৌড়ে কাব্য
- এক আকাশের তারা
লেখালাখি
অভিনয় ও উপস্থাপনার বাইরে লেখালেখির কাজও করেছেন। তাঁর লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয়। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘বৃদ্ধাশ্রম’, ‘অনুর একদিন’, ‘এক আকাশের তারা’, ‘হুম’, ‘সম্পর্ক’ ইত্যাদি।
উপস্থাপনা
১৯৯১ সালে বিটিভির ‘চেতনা’ নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন। এনটিভিতে প্রচারিত ‘টিফিনের ফাঁকে’ অনুষ্ঠানে টানা ১০ বছর উপস্থাপনা করেছেন তিনি।একাত্তর টিভিতেও ‘একাত্তরের সকালে’ হাজির হয়েছেন তিনি।
রাজনীতি
তাজিন আহমেদ রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন' (এনডিএম) যোগ দিয়েছিলেন। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক (সাংস্কৃতিক) পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্যক্তিগত জীবন
নাট্য পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে তাদের সংসার টিকেনি। এরপরে তাজিন বিয়ে করেন ড্রামার রুমি রহমানকে।
মৃত্যু
২০১৮ সালের ২২ মে তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সেদিন বেলা ৪টা ২০ মিনিট নাগাদ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন জানাযা শেষে তাকে ঢাকার বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে পাশে সমাহিত করা হয়।
পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০০৩ | ৩২তম বাচসাস পুরস্কার | সেরা টিভি অভিনেত্রী | কথার কথা | বিজয়ী |