photo

Tanvir Shakil Joy

Member of Jatiya Sangsad
Date of Birth : 01 Aug, 1974
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Business, Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
প্রাথমিক জীবন ও শিক্ষা জীবন
তানভীর শাকিল জয় (Tanvir Shakil Joy)সালের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ নাসিম ও মাতা লায়লা আঞ্জুমান বানু বীথি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি ও ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও কম্পিউটার প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবন
বাংলাদেশের যে কয়জন তরুণ রাজনীতিবিদ সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন তাদের মধ্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় অন্যতম। প্রকৌশলী তানভীর শাকিল জয় একজন জনপ্রিয় এবং বিখ্যাত বাংলাদেশী রাজনীতিবিদ যিনি সাবেক সফলমন্ত্রী মোহাম্মদ নাসিমের সন্তান ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর প্রপৌত্র । তার পরিবারের রয়েছে দীর্ঘ দিন সুনামের সাথে রাজনীতি ও সামাজিক কাজের অভিজ্ঞতা। বাংলাদেশের ইতিহাসে এই পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রকৌশলী তানভীর শাকিল জয় খুব অল্প বয়সে রাজনীতির ময়দানে একটি শক্ত জায়গা করে নিয়েছেন। ২০০৮ সালে প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের উপ নির্বাচনে, তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

তিনি ০১ আগস্ট ১৯৭৪ খ্রিষ্টব্দে ঢাকায় জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শুরু করেন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। সেখান থেকে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি উর্ত্তীণ হোন এবং ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ভর্তি হয়ে সেখান থেকে স্টারমার্কসহ প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। তিনি উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আমেরিকার ভার্জিনিয়ার বিখ্যাত জর্জ ম্যাশন ইউনিভার্সিটি ভর্ত্তি হোন এবং সেই শিক্ষালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

১১ জানুয়ারি ২০০৭ খ্রিস্টাব্দে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় এসে মোহাম্মদ নাসিমসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে বিভিন্ন কারাগারের অন্তরীণ রাখে। মূলত তখনই তানভীর শাকিল জয় জনসম্মুখে আসেন। পিতার বিদেশে উন্নত চিকিৎসার জন্য রাজনীতির বিপক্ষে দাঁড়ানো সেনা সমর্থিত সেই সরকারের সঙ্গে লড়াই করার মাধ্যমে নেতৃত্ব গ্রহন করেন। ভীষণ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি পিতাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যেতে সক্ষম হন এবং সেখানেও নানা বৈরী পরিস্থিতি মোকাবেলা করে মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যান তরুণ রাজনীতিবিদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

২৯ ডিসেম্বর ২০০৮ খ্রিস্টাব্দে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মাদ নাসিম এর বিরুদ্ধে মামলা থাকার কারণে নির্বাচনের অংশ গ্রহন অনিশ্চিত হলে দাদা এবং পিতার স্মৃতি বিজরিত ঐতিহাসিক কাজিপুরের মানুষের দায়িত্ব গ্রহন করতে সিরাজগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১,৭৭,৭৩৫। এলাকার উন্নয়নে, এলাকার মানুষের সুখ-দুঃখে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। নদীভাঙা মানুষের জন্য এখনও তিনি কাজ করে যাচ্ছেন। প্রকৌশলী তানভীর শাকিল জয় তাঁর নির্বাচনী এলাকার মানুষের কাছে জনপ্রিয় একটি নাম। মোহাম্মদ নাসিম এর মৃত্যুর পর আসনটিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে  ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইভিএম পদ্ধতিতে দেশের সর্বোচ্চ রেকর্ড পরিমান ৫১% ভোটাধিকার প্রয়োগ করেন ভোটারগণ।

তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি উদ্যোমী, পরিশ্রমী ও সৃষ্টিজনশীল ব্যক্তিত্বের অধিকারী। কাজ করে যাচ্ছেন জনগণের জন্য, দলের জন্য, দেশের জন্য। প্রকৌশলী তানভীর শাকিল জয় নিয়মিত ভাবে জাতীয় গণমাধ্যমে সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন । এছাড়া তিনি বর্তমানে জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদ সদস্যদের ফোরাম ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবন
তানভীর শাকিল জয় আওয়ামী লীগের রাজনীতিবিদ ও প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে। তার দাদা ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী। তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীকে বিয়ে করেন। তাদের এক কন্যা তাপসী জয় প্রথমা

Quotes

Total 0 Quotes
Quotes not found.