photo

Tanjin Tisha

Bangladeshi actress and model
Date of Birth : 23 May, 1993
Place of Birth : Shiddheswari, Dhaka, Bangladesh
Profession : Bangladeshi Actress, Bangladeshi Model
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram
তানজিন তিশা (Tanjin Tisha) (জন্ম: ২৩ মে ১৯৯৩) একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি টেলিভিশন নাটক ও ধারাবাহিকে অভিনয় করেন। ইউ-টার্ন নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন।

প্রাথমিক জীবন
১৯৯৩ সালের ২৩ মে তানজিন তিশা ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল কালাম ও মা ছালমা বেগম। পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলা। মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাশ করেন।

কর্মজীবন
ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র‍্যাম্প মডেলিং করেছিলেন। তিশা ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল।

২০১৯ সালের ঈদুল আযহায় তাকে ইউ অ্যান্ড মি, ডুডল অব লাভ, ও শিশির বিন্দু টু নাটকে দেখা যায়। কাজল আরেফিন অমির ইউ অ্যান্ড মি ওয়েব নাটকটি ঈদের দিন ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রকাশিত হয়। এতে তিশার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো। অন্যদিকে, ফিউচারিস্টিক প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ডুডল অব লাভ নাটকটি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচারিত হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসা তুই। এই নাটকটিতে তাকে অপূর্বর বিপরীতে সেলসগার্ল চরিত্রে দেখা যায়।

ব্যক্তিগত জীবন
তিশা ছোটবেলা থেকেই নাচ শিখেছিলেন কিন্তু পড়ালেখার জন্য তার পরিবার তা বন্ধ করে দেয়। তবে তিনি বাংলাদেশ ললিতকলা একাডেমি এবং হিন্দোল একাডেমি থেকে টানা চার বছর নাচের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি এইচএসসি সম্পূর্ণ করেন সিদ্ধেশ্বরী গার্ল হাই স্কুল ও কলেজ থেকে। এখন তিনি চাইছেন একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও মিডিয়া বিষয়ে পড়ালেখা করতে।

চলচ্চিত্রের তালিকা

টেলিভিশন

বছরনাটকপরিচালকভূমিকাসহ-অভিনেতাব্যাখ্যা
২০১৪ইউ-টার্নরেদওয়ান রনিশহীদুজ্জামান সেলিমবিজয়ী মেরিল প্রথম আলো পুরস্কার সেরা নবাগত শ্রেণীতে
আপন কথারিচি সোলাইমানমা দিবসে এনটিভিতে প্রকাশিত
ময়না টিয়াএশিয়ান টিভির ধারাবাহিক নাটক
সোনালী রোদ্দুর
কাঠ গোলাপের বসন্তসুমন
২০১৫পাল্টা হাওয়াগোলাম সোহেরাব দুদুলবাংলাভিশনের ধারাবাহিক নাটক
অমীমাংসিত সত্যমোহান খানতিশাঈদুল আযহায় বিটিভিতে সম্প্রচারিত
মেঘ পাখি একামোহান খানতিশাঈদুল আযহায় বাংলাভিশনে সম্প্রচারিত
এই শহরে মেয়েরা একামোহান খানতিশাএটিএন বাংলায় ঈদুল আযহায় ৬ পর্বে সম্প্রচারিত
অচেনা বন্ধুরফিতুল ইসলামএটিএন বাংলায় সম্প্রচারিত
কোরবান আলীর কোরবানীএসএ হক অলিকসজল নূরপ্রথমবার গ্রামের মেয়ের চরিত্রে তিশা
গ্রীন কার্ডনুজহাত আলভি আহম্মেদএশিয়ান টিভিতে সম্প্রচারিত
পেন্ডু লাভমাহবুবএনটিভিতে সম্প্রচারিত
চকোলেট বয়ওয়ালিদবৈখাখী টেলিভিশনে ঈদুল আযহায় সম্প্রচারিত
সাধুআরিয়ানঈদুল আযহায় এসএটিভিতে সম্প্রচারিত
২০১৬অন্তর্জালজিয়াউল ফারুক অপূর্ব
২০২১হাউজ নং ৯৬মাহমুদুর রহমান হিমিআকলিমাআফরান নিশো, কচি খন্দকারএনটিভি 
২০২১শেফালির প্রেমিকেরাসাগর জাহানশেফালিমারজুক রাসেল, মুকিত জাকারিয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তীএনটিভি 
২০২১অতঃপরসেরনিয়াবাত শাওনশায়লাফারহান আহমেদ জোভান, কয়েস চৌধুরী, সাহানা আফরোজ স্বপ্না, মানতানা ওয়ারদা, সোহান প্রমুখএনটিভি 
২০২২লাভ ট্রিপছুরিমহিদুল মহিমফারহান আহমেদ জোভানভালবাসা দিবসে বিশেষ নাটক
পুকুরে ভাসা সংসার ছুরিসাগর জাহানফারহান আহমেদ জোভানভালবাসা দিবসে বিশেষ নাটক

তিনি আরও অনেক নাটকে অভিনয় করেন।

পুরস্কার ও অর্জন
বছরপুরস্কারবিভাগমনোনীত কর্মফলাফল
২০১৪মেরিল প্রথম আলো পুরস্কারসেরা নবীন অভিনয়শিল্পী (দর্শক জরিপ)ইউ-টার্নবিজয়ী
২০১৯সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারসেরা অভিনেত্রী (সমালোচকদের পছন্দ)বিজয়ী
২০২১সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন)বিজয়ী
আত্মহত্যা চেষ্টা
বাংলাদেশের সংবাদ সংস্থাগুলোর খবর বলছে ব্যক্তিগত সমস্যার কারনে বুধবার ১৫ নভেম্বর ২০২৩ তারিখে ঢাকার শাহজাহানপুরের রাজারবাগে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ঢাকা মেডিকেল থেকে তিশাকে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.