photo

Tania Brishty

Bangladeshi model and actress
Date of Birth : 05 March, 1995 (Age 30)
Place of Birth : Munshiganj, Bangladesh
Profession : Bangladeshi Model, Actress
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
তানিয়া বৃষ্টি (Tania Brishty) হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। তিনি ২০১২ সালে "ভিট চ্যানেল আই টপ মডেল" দ্বিতীয় রানারআপের পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

জন্ম ও প্রাথমিক জীবন

তানিয়ার মুন্সীগঞ্জের মেয়ে। হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি শেষ করে বর্তমানে বিবিএ পড়ছেন। বাবা তার চাকরি সূত্রে অনেক বছর ধরেই প্রবাসে। দুই বোনের মধ্যে তানিয়া ছোট। বড় বোন সোনিয়া আক্তার জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। তানিয়া নাচ শিখছেন ছোটবেলা থেকেই। অভিনয়ে এসে সেই দক্ষতা কাজে লেগেছে।

অভিনয় জীবন

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেলের দ্বিতীয় রানারআপ হন তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন তানিয়া । অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে।

নিজের ইচ্ছে এবং মায়ের উৎসাহেই মূলতঃ অভিনয় শুরু করেন। বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তানিয়া, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ -এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করে নিজেকে শোবিজে জায়গা করে নিয়েছেন।

শিক্ষাজীবন

বেগম রহিমা আদর্শ বালিকা বিদ্যালয় থেকে এস এস সি (২০১০), এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এইচএসসি পাস করেন (২০১২)।

অন্যান্য

ভারতের ‘পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’, ‘সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তার অভিনিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে (২০২২)।

Quotes

Total 0 Quotes
Quotes not found.