
Tahsan Rahman Khan
Bangladeshi musician and actor
Date of Birth | : | 18 October, 1979 (Age 45) |
Place of Birth | : | Bikrampur, Bangladesh |
Profession | : | Actor, Singer |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
তাহসান রহমান খান (Tahsan Khan) যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।
ব্যক্তিগত জীবন
তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর ২০২৫ সালের ৪ঠা জানুয়ারি রোজা আহমেদের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
শিক্ষাজীবন
Tahsan Khan পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।
পেশাজীবন
Tahsan Khan ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।
সংগীতচর্চা
তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। বাংলামোটরে 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।
ব্ল্যাক ব্যান্ড ত্যাগ
ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন, “ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি।”
'তাহসান অ্যান্ড দ্য সুফিজ' গঠন
২০১২ সালের ২৮ জানুয়ারি তাহসান গঠন করেন তার নতুন ব্যান্ড 'তাহসান অ্যান্ড দ্য সুফিজ'।
অ্যালবাম একক
- কথোপকথন
- কৃত্যদাসের নির্বাণ
- ইচ্ছে
- নেই
- প্রত্যাবর্তন
- উদ্দ্যেশ্য নেই
- অভিমান আমার
ব্ল্যাক ব্যান্ড- আমার পৃথিবী
- উৎসবের পর
নাটক/টেলিফিল্ম
- কাছের মানুষ (ধারাবাহিক
- অফবিট
- মধুরেণ সমাপয়েত
- অন্তর্গতা
- হিট উইকেট
- আমাদের গল্প
- সময় চুরি
- মনফড়িং এর গল্প
- রিভিশন
- মনসুবা জংশন
- দ্বিতীয় মাত্রা
- ফায়ারফ্লাই
- মনের মত মন
- এক্লিপস
- নীল পরী নীলাঞ্জনা
- এলিয়েন ও রুম্পার গল্প
- অন্য রকম পরীর গল্প
- স্পর্শের বাইরে তুমি
- ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
- লাভলেইন
- অল অ্যাবাউট আস
- কথাবন্ধু মিথিলা
- অপেক্ষা
- সম্পর্কের গল্প
- ওল্ড ইজ গোল্ড
- রিটার্ন
- অবাক কাণ্ড
- চিনিগুঁড়া প্রেম
- উদ্দেশ্য নেই
- হি এন্ড শি
- লাভ এন্ড ওয়্যার
- হঠাৎ তোমার জন্য
- আজ শুভদিন
- এংরি বার্ডস
- তোমায় ভালোবেসে
- তাই তোমাকে
- তোমায় ভেবে লেখা
- সেই মেয়েটা
- কথোপকথন
- অনামিকা
- সেই রাতে বৃষ্টি ছিল
- রূপকথা এখন আর হয়না
- তিতির
- 'ক' তে কাজী 'খ' তে খেলা
- দৃষ্টির বাইরে
- তোমায় ভালোবেসে
- এই পথ যদি না শেষ হয়
- মিস্টার এন্ড মিসেস
- ভালোবাসার পঙ্কতিমালা
- আমার গল্পে তুমি
- তোমার পিছু পিছু
- বরর্ষা
- শুনতে কি পাও
- দূরবীন
- বিভেদ
- নিকষিত
চলচ্চিত্র
- যদি একদিন
- নো ল্যান্ডস ম্যান
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- কানেকশন
ওয়েব ধারাবাহিক
- ছক
উপস্থাপনা
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৫
- ইউ গট দ্য লুক
- ভালোবাসার গল্প
- ঈদ আনন্দে সুরের ছন্দে
- হানিমুন
- ড্রপস অ্যান্ড বিটস
- লাক্স প্রেজেন্টস "দীপিকা আসছে ঢাকায় (২০১৫)
বিচারক
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪
Quotes
Total 0 Quotes
Quotes not found.