photo

Shamsul Huuda Musthafa (Pohori)

Bangladeshi Poet
Date of Birth : 11 May, 1993
Place of Birth : Sylhet, Bangladesh
Profession : Bangladeshi Poet, Bangladeshi Writer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
শামসুল হুদা মোস্তাফা (Shamsul Huuda Musthafa) ওরফে (Pohori) প্রহরীর জন্ম ১১ মে, ১৯৯৩ সালে সিলেট শহরের সোবহানীঘাট। পড়াশুনা ইসলামিক ইকোনমিকস এন্ড ব্যাংকিং নিয়ে সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে। চাকরী জীবন বলতে প্রথমদিকে সিলেটের একটি প্রাইভেট হসপিটালে আইটি অফিসার হিসেবে চাকরী শুরু তারপর সিলেট শহরের মেট্রোসিটি উইমেন্স কলেজে অধ্যাপনা শুরু করেন। লেখালেখির পাশাপাশি সিলেট শিল্পকলা একাডেমিতে থিয়েটার এবং ২০১৮ সাল থেকে বাংলাদেশ বেতার, সিলেট এর একজন আবৃত্তি শিল্পী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। তার পাশাপাশি কবিতা পাঠ নিয়ে দীর্ঘদিন কাজ করার পর ১৭ সাল থেকে কবিতার ব্যান্ড গড়ে তোলেন। কবিতার ব্যান্ড গড়ে তোলার মূল কারণ ছিলো, কবিতাকে কঠিনভাবে উপস্থাপন না করে সহজ এবং সাবলীলভাবে মানুষের ভিতর দৃশ্যকল্প সৃষ্টি করা। বাংলাদেশের প্রেক্ষাপটে গানের ব্যান্ড থাকলেও শুধুমাত্র কবিতা নিয়ে কোনো ব্যান্ড নেই, তাই ২০১৭ এর শেষের দিকে 'প্রহরী' (দ্যি পোয়েট্রি ব্যান্ড) প্রতিষ্ঠা করেন যা বর্তমানে সবার কাছেই বেশ জনপ্রিয় এবং প্রশংসা বয়ে বেড়াচ্ছে। এবারের বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ 'দৃশ্যের ভিতর ভূত • প্রহরী' (কবিতায় সবাই প্রহরী নামেই চিনেন বলে এই নামেই বই ছাপানো) বৈতরণী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

Quotes

Total 8 Quotes
তুমি এমনভাবে চলে গিয়েছো খুশ— যেনো আমার কোনো দেশ নাই... প্রহরী
চলে যাচ্ছে নহর আমাকে ছেড়ে
মাবুদ আপনি ইশারা করুন— বলুন, কুন ফায়া কুন; আমি আপনার হয়ে যাই... প্রহরী
ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
তখন তোমার জন্যে আমার পরাণ পোড়ে, পরাণ পুড়ে আমার ভীষণ একলা লাগে... #প্রহরী
আমাদের আর কি অর্জন বাকি আছে পৃথিবীতে ? তারচে বরং চলো, পালায়ে যাই তুমি—আমি... #প্রহরী
মানুষের সর্বপ্রথম আবিষ্কার তার নিজের সর্বনাশ। #প্রহরী
দুঃখ একটাই— তোমাকে একআ ছাড়লে আমি একআ হয়ে যাই...