photo

Shakil khan

Bangladeshi actor
Date of Birth : 28 March, 1983 (Age 42)
Place of Birth : Chittagong, Bangladesh
Profession : Politician, Actor
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
শাকিল খান (shakil khan) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা যিনি ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন।

অভিনয় জীবন

শাকিল খান ১৯৯৪ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন।

রাজনীতি

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক খুলনার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২০১৮ সালের এপ্রিলে সংসদ থেকে পদত্যাগ করলে, শাকিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বিবেচনা করেন। তবে শাকিল প্রতিদ্বন্দ্বীতা ছেড়ে দিলে খালেকের স্ত্রী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শাকিল ডিসেম্বর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আসনটির জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান, কিন্তু দলটি ক্ষমতাসীন প্রার্থীকেই মনোনয়ন দেয়।

চলচ্চিত্র ক্যারিয়ার

শাকিল পাহারাদার, বিয়ের ফুল, নারীর মন, কষ্ট, এবং আবুঝ বউ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। শাকিল হৃদয়ের বাঁশিতে তার সহ-অভিনেত্রী জনাকে ২০০২ সালে বিয়ে করলেও সেই বিয়ে বেশিদিন টেকেনি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.