
Shafiul Alam Chowdhury Nadel
Member of Jatiya Sangsad
Date of Birth | : | 11 February, 1969 (Age 56) |
Place of Birth | : | Moulvibazar, Bangladesh |
Profession | : | Politician |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
শফিউল আলম চৌধুরী নাদেল (Shafiul Alam Chowdhury Nadel) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক।
প্রাথমিক জীবন
শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজারের কুলাউড়ার কৌলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামসুল আলম চৌধুরী ও মাতার নাম মাশহুদা আক্তার।
কর্মজীবন
শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক।
রাজনৈতিক জীবন
শফিউল আলম চৌধুরী নাদেল ১৯৮৬ সালে সিলেট শহর স্কুল (বর্তমানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়) ছাত্রলীগের সভাপতি হওয়ার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে সিলেট জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হন। ১৯৯৩ সালে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৯৭ সালে হন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি।
এরপর সিলেট মহানগর আওয়ামী লীগে ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.