photo

Shabab Mustafa

Bangladeshi Web developer
Date of Birth : 21 July, 1986 (Age 38)
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Web Developer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram

শাবাব মুস্তাফা (Shabab Mustafa) একজন বাংলাদেশি ওয়েব ডেভেলপার এবং উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি। তিনি ২১ জুলাই ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন এবং ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল ও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে, তিনি ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন।

কর্মজীবন ও স্বেচ্ছাসেবা

শাবাব মুস্তাফা তার কর্মজীবনের শুরুতে হিসাববিজ্ঞানের শিক্ষক ছিলেন, পরবর্তীতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০০৬ সাল থেকে কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহার জনপ্রিয়করণে কাজ করছেন এবং অভ্র কিবোর্ডের (Avro Keyboard) সাপোর্ট ফোরামের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত ছয় মেয়াদে নির্বাহী পরিষদ সদস্য এবং ২০১৮–১৯, ২০২২–২৩ ও ২০২৪–২৫ সালে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুরস্কার ও সম্মাননা

২০২৫ সালে, শাবাব মুস্তাফা অভ্র কিবোর্ড প্রকল্পে অবদানের জন্য মেহদী হাসান খান, রিফাত নবীতানবিন ইসলাম সিয়ামের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দলগতভাবে একুশে পদক লাভ করেন।

শাবাব মুস্তাফার প্রযুক্তিগত দক্ষতা ও মুক্ত জ্ঞান সম্প্রসারণে অবদান বাংলাদেশের প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

Quotes

Total 0 Quotes
Quotes not found.