photo

Sariful Razz

Bangladeshi actor and model
Date of Birth : 18 Nov, 1991
Place of Birth : Brahmanbaria, Bangladesh
Profession : Bangladeshi Actor, Bangladeshi Model
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram

শরিফুল রাজ (Sariful Razz) একজন বাংলাদেশী অভিনেতা ও মডেল যিনি পরাণ এবং হাওয়া চলচ্চিত্র দুটিতে অভিনয়ের জন্য পরিচিত।

প্রাথমিক জীবন

শরিফুল রাজ ৮ই নভেম্বর ১৯৯১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর গ্রামে জন্মগ্রহণ করে। তবে বাবার চাকরির সুবাদে বড় হন সিলেটে। তিনি সিলেটের দি এইডেড হাই স্কুল ও মদনমোহন কলেজে পড়াশোনা করেন। ২০০৯ সালে তিনি ঢাকায় আসেন ও পরে নারায়ণগঞ্জ চলে যান। তবে পরে আবার ঢাকায় ফিরে আসেন ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

কর্মজীবন

শরিফুল রাজ ২০১২ সালে র‍্যাম্প মডেল হিসেবে কাজ শুরু করেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন।

২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল আইসক্রিম  চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।

২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ন ডরাই মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেন।

তারপর তিনি পরিচালক রায়হান রাফির পরাণ, মেজবাউর রহমান সুমনের হাওয়া ও গিয়াস উদ্দিন সেলিমের গুণিন চলচ্চিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালকটীকা
২০১৬আইসক্রিমনাদিমরেদওয়ান রনিঅভিষিক্ত চলচ্চিত্র
২০১৯ন ডরাইসোহেলতানিম রহমান অংশু
২০২১নেটওয়ার্কের বাইরেআবিরমিজানুর রহমান আরিয়ান
২০২২গুণিনরমিজগিয়াস উদ্দিন সেলিম
পরাণরোমানরায়হান রাফি
২০২২হাওয়াইব্রাহীমমেজবাউর রহমান সুমন
২০২২দামালমুন্নারায়হান রাফি
২০২৪রক্তজবানিয়ামুল মুক্তাআইস্ক্রিনে মুক্তি 
২০২৪কাজলরেখাসুচ কুমারগিয়াস উদ্দিন সেলিমমৈমনসিংহ গীতিকা অবলম্বনে
দেয়ালের দেশমিশুক মনি

ওয়েব ধারাবাহিক
বছরশিরোনামচরিত্রপরিচালকটীকা
২০২০মাইনকার চিপায়সামিরআবরার আথারএকটি জি৫ ওয়েব চলচ্চিত্র
২০২১বিলাপসানি সানওয়ার এবং ফয়সাল আহমেদএকটি চলচ্চিত্রধর্মী ওয়েব সিরিজ
পুরস্কার ও মনোনয়ন
বছরপুরস্কারবিভাগকর্মফলাফল
২০১৯সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক)ন ডরাইমনোনীত

ব্যক্তিগত জীবন
২০২১ সালে ১৭ অক্টোবর তিনি পরীমনিকে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমনি নিজের গর্ভাবস্থার ব্যাপারে গণমাধ্যমকে জানানোর আগ পর্যন্ত তারা বিবাহের খবর গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ২০২২ সালের ১০ আগস্ট তিনি পুত্র সন্তানের বাবা হন। বেশ কিছুদিন দাম্পত্য জীবনের টানাপোড়েনের পর ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পরীমনি তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান।

Quotes

Total 0 Quotes
Quotes not found.