Rumana Malik Munmun
Bangladeshi model and actress
Date of Birth | : | 14 May, 1982 (Age 42) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Bangladeshi Model, Actress |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
রুমানা মালিক মুনমুন (Rumana Malik Munmun) একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপক।
২০০৬ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারের তৃতীয় রানার-আপ হন। ২০০৭ সাল থেকে মুনমুন টেলিভিশন রিয়ালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার উপস্থাপনা করে থাকেন।
প্রারম্ভিক জীবন
রুমানা মালিক মুনমুন ১৪ মে জন্মগ্রহণ করেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
তিনি ঢাকায় বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্য শিখেছিলেন। তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করার আগে বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০০৭ সালে, তিনি দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। তিনি বাংলাভিশনের জনপ্রিয় টক শো 'আমার আমি' উপস্থাপনা করে থাকেন।
উপস্থাপনা
- স্পেলিং বি
- মাছরাঙ্গা টিভির কেমিস্ট্রি (২০১৫)
- এডক্সেল ইন্টারন্যাশনাল জিসিএসই অ্যান্ড এ লেভেল একজামিনেশন্স ইন ২০১৫ (২০১৬)
- চ্যানেল আইয়ের শুভ বিবাহ
- চ্যানেল আইয়ের লুক এট মি
- বাংলাদেশ টেলিভিশনে বিবিসি জানালা মজায় মজায় শেখা
ব্যক্তিগত জীবন
তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌফিক হাসানের সাথে ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.