Rumana Islam Mukti
Bangladeshi film actress
Date of Birth | : | 19 September, 1982 (Age 42) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Actress, Bangladeshi Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
রুমানা ইসলাম মুক্তি (Rumana Islam Mukti) একজন বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল, যিনি শ্রাবন মেঘের দিন (২০০০) চলচ্চিত্রের জন্য পরিচিত হন। ১৯৯৩ সালে পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন।
ব্যক্তিগত জীবন
রুমানা ইসলাম মুক্তি অভিনেত্রী আনোয়ার বেগমের কন্যা। মুক্তির স্বামীর নাম আরিফ। যিনি পেশায় ব্যবসায়ী। তাদের এক মেয়ে কারিমা এবং এক ছেলে ঈমান।
চলচ্চিত্রে আগমন
গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মানদীর মাঝি’ চলচ্চিত্রে কপিলার (চম্পার) মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। এটি মুক্তির আগেই তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে অভিনয় করে মুক্তি বেশ প্রশংসিত হন। এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই’, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, রায়হান মুজিবের ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, এফ আই মানিকের ‘পিতামাতার আমানত’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.