
Ramesh Chandra Majumdar (R. C. Majumdar)
Indian historian
Date of Birth | : | 04 December, 1888 |
Date of Death | : | 11 February, 1980 (Aged 91) |
Place of Birth | : | Khandapara, India |
Profession | : | Historian |
Nationality | : | Indian |
অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার (Ramesh Chandra Majumdar) একজন বাঙালি ইতিহাসবিদ। তিনি সচরাচর আর, সি, মজুমদার নামে অভিহিত। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর.সি. মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছেন। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন।
জন্ম ও শিক্ষাজীবন
তিনি ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হলধর মজুমদার, মাতার নাম বিন্দুমুখী। ১৯০৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও ১৯১১ সালে স্নাতোকত্তর লাভ করেন। এরপরে তিনি হরপ্রসাদ শাস্ত্রীর অধীনে ইতিহাস নিয়ে গবেষণা শুরু করেন। ১৯১২ সালে অন্ধ-কুষান কাল অভিসন্দর্ভের জন্য ১৯১২ সালে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি পান। ১৯২৮ সালে লন্ডনের British Museum, লেইডেনের kern Institute প্যারিসের Bibliothèque Nationale এ পড়াশোনা করেন।
কর্মজীবন
১৯১৬ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে তার কর্মজীবন শুরু হয়। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে "Corporate life in ancient India" শীর্ষক পিএইছডি গবেষণা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তিনি নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২৪ সালে Early History of Bengal রচনা করেন। ১৯২৭ সালে তিনি ভিয়েতনামের ইতিহাসের উপরে "চম্পা" নামক একটি পুস্তক, ও ভারতের ইতিহাসের উপরে Ancient India নামক একটি বই রচনা করেন।
গ্রন্থপঞ্জি
- প্রাচীন ভারতে কর্পোরেট জীবন , সুরেন্দ্র নাথ সেন, কলকাতা। ১৯১৮
- বাংলার আদি ইতিহাস , ঢাকা, ১৯২৪।
- চম্পা , দূর প্রাচ্যে প্রাচীন ভারতীয় উপনিবেশ , প্রথম খণ্ড, লাহোর, ১৯২৭।
- প্রাচীন ভারতীয় ইতিহাসের রূপরেখা । ১৯২৭
- ১৯৩১ সালে আরবদের ভারত আক্রমণ ।
- সুবর্ণদ্বীপ , সুদূর প্রাচ্যে প্রাচীন ভারতীয় উপনিবেশ , খণ্ড ২, কলকাতা, ১৯৩৮।
- বাংলার ইতিহাস
- কম্বোডিয়ার কাম্বুজা দেশা অথবা একটি প্রাচীন হিন্দু উপনিবেশ
- ভারতের উন্নত ইতিহাস
- ভারতীয় জনগণের ইতিহাস ও সংস্কৃতি , বোম্বে, ১৯৫১–১৯৭৭ (এগারো খণ্ডে)।
- প্রাচীন ভারত , ১৯৭৭।
- ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস (তিন খণ্ডে), কলকাতা
- ভাকাতক - গুপ্ত যুগের প্রায় ২০০-৫৫০ খ্রিস্টাব্দ
- ভারতীয় ইতিহাসের প্রধান ধারা
- দূর প্রাচ্যে হিন্দু উপনিবেশ , কলকাতা, ১৯৪৪ ।
- ভারতের ধ্রুপদী হিসাব , ১৯৬০।
- সংস্কৃত সাহিত্যে ইতিহাসের ধারণা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৬১।
- জাতীয়তাবাদী ইতিহাসবিদ , অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। ১৯৬১।
- ১৯৬৩ সালের ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং বিদ্রোহ ।
- আধুনিক ভারতে ইতিহাস রচনা , এশিয়া পাবলিশিং হাউস, এনওয়াই ১৯৭০।
- ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া , আইএসপিকিউএস ইতিহাস ও প্রত্নতত্ত্ব সিরিজ খণ্ড ৬, ১৯৭৯
- প্রাচীন লাক্ষাদ্বীপের ইতিহাস , কলকাতা, ১৯৭৯
Quotes
Total 0 Quotes
Quotes not found.