photo

Rahman

Pakistani-Bangladeshi actor and film director
Date of Birth : 27 February, 1937
Date of Death : 18 July, 2005 (Aged 68)
Place of Birth : Panchagarh, Bangladesh
Profession : Actor, Film Director
Nationality : Bangladeshi, Pakistani
রহমান নামে পরিচিত আবদুর রহমান (Abdur Rahman) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। তিনি ১৯৫৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা, করাচি ও লাহোরে বাংলা, উর্দু ও পশতু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কর্মজীবন

১৯৫৮ সালে ২১ বছর বয়সে খল চরিত্রে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার দিয়ে রহমানের চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনেতা হিসেবে উত্তরণ, তালাশ, চান্দা, দর্শন, জোয়ার ভাটা এবং হারানো দিন (১৯৬১) চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে তিনি অভিনেত্রী শবনমের বিপরীতে সর্বাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬৭ সালে ‘দরশন’ চলচ্চিত্রটি নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রহমান পাকিস্তানে উর্দু চলচ্চিত্র চাহাত, দোরাহা ও লগান চলচ্চিত্রে অভিনয় করেন। পরে তিনি ঢাকায় ফিরে আসেন এবং বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রভূমিকাপরিচালকভাষাটীকা
১৯৫৯এ দেশ তোমার আমার এহতেশামবাংলাঅভিষেক চলচ্চিত্র
১৯৬০রাজধানীর বুকে এহতেশামবাংলা 
১৯৬১হারানো দিন মুস্তাফিজবাংলা 
যে নদী মরুপথে সালাউদ্দিনবাংলা 
১৯৬২চন্দা এহতেশামউর্দু 
১৯৬৩তালাশ মুস্তাফিজউর্দু 
১৯৬৪এইতো জীবন জিল্লুর রহিমবাংলা 
মিলন হ্যাঁউর্দু 
১৯৬৫বাহানা জহির রায়হানউর্দু 
১৯৬৬ইন্ধন হ্যাঁউর্দু 
১৯৬৭দর্শন হ্যাঁউর্দু 
১৯৬৮নতুন দিগন্ত নাজির আহমেদবাংলা 
জাহাঁ বাজে সেহনাইঈমানহ্যাঁউর্দু 
গোরি মোহসীনউর্দু 
১৯৬৯জোয়ার ভাটাডাক্তারখান আতাউর রহমানবাংলা 
প্যায়াসা নজরুল ইসলামউর্দু 
কঙ্গন হ্যাঁউর্দু 
১৯৭১দোস্তি শরীফ নায়ারউর্দু 
১৯৭৩নাদান ইকবাল আখতারউর্দু 
১৯৮২দেবদাসচুনিলালচাষী নজরুল ইসলামবাংলাবিজয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার

পুরস্কার

  • নিগার পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার - দেবদাস (১৯৮২)

Quotes

Total 0 Quotes
Quotes not found.