photo

Raef al Hasan Rafa

Bangladeshi singer-songwriter and multi-instrumentalist
Date of Birth : 27 October, 1988 (Age 36)
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Multi-instrumentalist, Bangladeshi Singer, Songwriter
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
রায়েফ আল হাসান রাফা (Raef al Hasan Rafa) একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক এবং গীতিকার। তিনি রক ব্যান্ড অর্থহীনের এবং ক্রিপ্টিক ফেইথের ড্রামার হিসাবেই বেশি পরিচিত। তিনি সেভিয়ার ডিমেনশিয়া, ক্রাল ও দ্য জয়েন্ট ফ্যামিলি এর মতো ব্যান্ডগুলোতেও কাজ করেছেন। তিনি রক ব্যান্ড এভোয়েডরাফা-এর প্রতিষ্ঠাতা সদস্য।

ব্যক্তিগত জীবন

তিনি বাবার চাকরিসূত্রে লিবিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি তার ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি গিটারিস্ট ও ব্যান্ডদল 'ক্রাল'-এর প্রতিষ্ঠাতা সদস্য সাদী মুকতাফির ছোট ভাই। তার পিতার চাকরির পোস্টিং লিবিয়ায় হওয়ায় তার শৈশবকালের বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটিয়েছেন। ৫ বছর বয়সে বাংলাদেশে ফিরে আসার পর তিনি ঢাকায় ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। ২০২১ সালে সামিরা কামিলের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হন।

কর্মজীবন

রাফাকে শৈশবকালে নজরুল গীতি এবং হারোনিয়াম শিখতে হয়েছিল, কিন্তু তখন সঙ্গীতে তার খুব আগ্রহ ছিল না। রাফার কথা মতে ক্লাস সেভেন পর্যন্ত তার মিউজিক নিয়ে আগ্রহই ছিলনা। তিনি সাইকোকাইনেসিস, ক্রাল, অর্থহীন, ক্রিপটিক ফেট, সিভিয়ার ডিমেনশিয়া, পাওয়ার সার্জ, অ্যাভয়েড-রাফা, এ ব্যান্ডগুলির সাথে কাজ করেছেন। মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে তিনি ‘অর্থহীন’ ব্যান্ডে গায়ক হিসেবে যোগ দেন। পরবর্তীতে এই ব্র্যান্ডে তিনি ড্রামস ও গিটারও বাজিয়েছেন। অর্থহীন ব্যান্ডে ছিলেন প্রায় ১২ বছর। অর্থহীন থেকে বের হয়ে গিয়ে ২০১৪ সালে তিনি 'অ্যাভয়েডরাফা' ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ছাড়াও গান কম্পোজ করা, লেখা, বিভিন্ন ইন্সট্রুমেন্ট বাজানো, সাউন্ড ইঞ্জিনিয়ারিংসহ নানা কাজ করেন তিনি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.