photo

Qazi Afsaruddin Ahmed

Journalist
Date of Birth : 24 September, 1921
Date of Death : 26 March, 1975 (Aged 53)
Place of Birth : Pabna District, Bangladesh
Profession : Journalist
Nationality : Bangladeshi
কাজী আফসারউদ্দিন আহমেদ(Qazi Afsaruddin Ahmed) ছিলেন একজন বাঙালি সাংবাদিক ও লেখক।

জীবনের প্রথমার্ধ

আহমেদ ১৯২১ সালের ২৪ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের পাবনা জেলার চাটমোহরে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন।

কর্ম জীবন

আহমেদ কলকাতায় সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ১৯৪১ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত তিনি মৃত্তিকা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। শওগাত ও ডেক্সার কথায় কাজ করেছেন। ১৯৪৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি মোহাম্মদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারত বিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। তিনি ১৯৪৭ সালে দৈনিক জিন্দেগীর সম্পাদক হিসেবে কাজ করেন। ইনসাফ পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেন। তিনি ১৯৫১ সালে পাক-সমাচারের সিনিয়র সাব-এডিটর এবং পাকিস্তান সরকারের তথ্য বিভাগে জুনিয়র হিসেবে কাজ শুরু করেন। ১৯৭২ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। ১৯৬৬ সালে চর ভাঙ্গার চরের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ১৯৫১ সালে প্রকাশিত উপন্যাস। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেননি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.