photo

Probir Sen

Indian cricketer
Date of Birth : 31 May, 1926
Date of Death : 07 December, 1970 (Aged 44)
Place of Birth : Cumilla
Profession : Cricketer
Nationality : Bangladeshi
প্রবীরকুমার সেন বা খোকন সেন (জন্ম-৩১ মে ১৯২৬, ব্রাহ্মণবাড়িয়া (তৎকালীন কুমিল্লা) ; মৃত্যু ২৭ জানুয়ারি ১৯৭০ কলকাতা) ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটার যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার পিতা অমিয় সেন ও মাতা বাসন্তী সেন।

কৃতিত্ব
তিনি মূলত উইকেট কিপার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাট ও বলেও হাত ভাল ছিল তার। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া টেস্ট সফরে প্রথম সুযোগ পান। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের প্রধান ও বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করে পরিচিতি পান। ১৯৫১ সালের 'ইন্ডিয়ান ক্রিকেট' সংস্করণে তাকে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় উপাধিতে ভূষিত করা হয়। ১৯৫২ সালে ইংল্যান্ড সফর করেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খবরের কাগজে বিশেষজ্ঞের মতামত দিতেন তিনি।

Quotes

Total 0 Quotes
Quotes not found.