
Nasrin Akter Nipun
Bangladeshi film actress
Date of Birth | : | 09 June, 1984 (Age 40) |
Place of Birth | : | Comilla District, Bangladesh |
Profession | : | Actress, Model |
Nationality | : | Bangladeshi |
নাসরিন আক্তার নিপুণ (Nasrin Akter Nipun) যিনি নিপুণ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তিনি ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। সাজঘর (২০০৭) এর জন্য 'সেরা অভিনেত্রী' এবং চাঁদের মত বউ (২০০৯) এর জন্য 'সেরা পার্শ্ব অভিনেত্রী' হিসেবে দু'বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবন
উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মস্কোতে কত্থক নৃত্য শিখেছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান। তিনি অভিনয়ের পাশাপাশি নিজস্ব একটি পার্লার পরিচালনা করেন। তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।
২০০৬ সাল পর্যন্ত, নিপুন তার স্বামী এবং একটি মেয়ে তানিশার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকতেন। বর্তমানে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে।
অভিনয় জীবন
নিপুনের ২০০৬ সালে অভিনীত প্রথম ছবির নাম "রত্নগর্ভা মা", যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত "পিতার আসন" প্রথম মুক্তি পাওয়া ছবি।
তিনি ২০১৩ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিষিক্ত হন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: শাহিন কবির টুটুলের এইতো ভালবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি, অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তর্ধান। এছাড়া বর্তমানে শুটিং চলতি আছে অনন্য মামুনের পরিচালনায় কাছে এসে ভালবাসো, মানিক মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতা তন্ময় তানসেন এর পরিচালনায় পদ্ম পাতার জল, মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবিসহ রফিক শিকদারের পরিচালনায় পদ্মা পাড়ের পার্বতী।
২০১৭ সালে নিপুন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনিবার্হীর সদস্য পদ লাভ করেন। ২০২২ সালে কাঞ্চন-নিপূণ পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ গ্রহন করেন। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারী বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড কর্তৃক জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করা হয় এবং আক্তারকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা হয়।পরবর্তীতে ২ মার্চ ২০২২, হাইকোর্ট জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করে। ২১ নভেম্বর ২০২২, আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে। এই আদেশের ফলে আক্তার বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল থাকেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.