-656b1e7b25438.jpg)
Niloy Alamgir
Bangladeshi model and actor
Date of Birth | : | 20 August, 1984 (Age 40) |
Place of Birth | : | Savar Upazila, Bangladesh |
Profession | : | Bangladeshi Model, Actor |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
আলমগীর হোসেন নিলয় (Niloy Alamgir) একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা। তিনি ২০০৯ সালে বিএফডিসি, মার্কেট একসেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।
জন্ম ও প্রাথমিক জীবন
নিলয় ২০ আগস্ট ১৯৮৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আওলাদ হোসেন ও মাতা আসমা হোসেন। তিনি ৭ জানুয়ারি ২০১৬ সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন, কিন্তু ১৭ জুলাই ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ৭ জুলাই ২০২১ সালে তিনি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন।
কর্মজীবন
নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন।মাসুদ কায়নাত পরিচালিত "বেইলী রোড" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প ২৯ আগস্ট ২০১৪-তে মুক্তি পায়।তিনি চলচ্চিত্র ও নাটক ছাড়াও কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আইস কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.