
Nayeem
Bangladeshi Film Actor
Date of Birth | : | 08 May, 1970 (Age 54) |
Place of Birth | : | Tangail, Bangladesh |
Profession | : | Film Actor |
Nationality | : | Bangladeshi |
নাঈম (Nayeem) একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। তিনি তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রে, তার স্ত্রী শাবনাজের সাথে অভিনয় করেন।
চলচ্চিত্র জীবন
পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর তিনি ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। নাঈম, ১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে 'আগুন জ্বলে' প্রযোজনা করেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান' ছবিতে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
নাঈম ১৯৯৪ সালের ৫ অক্টোবর অভিনেত্রী শাবনাজকে বিবাহ করেন। তাঁদের দুই মেয়ে রয়েছে।
পরিবার
নাঈম ১৯৭০ সালের ৮ মে বাংলাদেশের ঢাকায় খাজা মুরাদ এবং আসিয়া পন্নী মুরাদের ঘরে জন্মগ্রহণ করেন। নাঈম ঢাকার নবাব পরিবারের সরাসরি বংশধর। নাঈমের বাবা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহর নাতি এবং নবাবজাদা খাজা হাফিজুল্লাহর ছেলে। অন্যদিকে, নাঈমের মা মেহেদী আলী খান পন্নীর মেয়ে এবং করটিয়া জমিদার পরিবারের ওয়াজেদ আলী খান পন্নীর (চাঁদ মিয়া) ভাই হায়দার আলী খান পন্নীর নাতনী। নাঈমের এক ছোট বোন জেবা মুরাদ রয়েছে, যিনি একজন লেখক এবং আলোকচিত্রী। পপ গায়িকা সাবাহ তানি তার মামাতো ভাই।
১৯৯৪ সালের ৫ অক্টোবর, নাঈম দুই বছরের প্রেমের পর ঐতিহ্যবাহী মুসলিম বিবাহ অনুষ্ঠানে তার সহ-অভিনেত্রী শাবনাজকে বিয়ে করেন। তাদের দুই কন্যা রয়েছে- নামিরা পন্নী এবং মাহদিয়াহ পন্নী।
Quotes
Total 0 Quotes
Quotes not found.