
Nawsheen Nahreen Mou
Bangladeshi television actress
Date of Birth | : | 15 August, 1985 (Age 39) |
Place of Birth | : | Khulna |
Profession | : | Actress, Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
নওশীন নেহরিন মৌ (Nawsheen Nahreen Mou) একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী যিনি অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। যেমন: প্রার্থনা, মূখোশ মানুষ। তিনি মডেলিং, পরিবেশনার মতো বিভিন্ন রকম কাজ করেছেন।. তিনি ২০০৭ থেকে অভিনয়, মডেলিং এর কাজ করে খ্যাতি অর্জন করেছেন। তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রার্থনা, মূখোশ মানুষ, হেলো অমিত, দুদু মিয়া, সোয়াচানপাখি অন্যতম। তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন।
অভিনেতা আদনান ফারুক হিল্লোল এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ
প্রারম্ভিক জীবন
নওশীন ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেছেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
নওশীন ২০০৭ সালে বেতারে আরজে হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম বেতার অনুষ্ঠান আজকের আড্ডা প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সম্প্রচারিত হত। তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন। পাশাপাশি তিনি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তিনি ধূপছায়া নাটক দিয়ে টেলিভিশনে অভিনয় জীবন শুরু করেন। ২০১২ সালের ২৬শে ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে তার অভিনীত তারকাবহুল ক্ষণিকালয় ধারাবাহিক প্রচারিত হয় এই বছর মাছরাঙা টেলিভিশনের ঈদুল ফিতরের বিশেষ নাটক জর্দা জামাল-এ তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন।
২০১৫ সালে তিনি শারমিন হায়াত রচিত ও রুবায়েত মাহমুদ পরিচালিত সাম্রাজ্য টিভি নাটকে মাফিয়া ডন চরিত্রে অভিনয় করেন। একই বছরে ঈদুল ফিরতে মুক্তিপ্রাপ্ত শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রেডিও অ্যাম্বারের প্রোগ্রাম পরিচালক হিসেবে কাজ করেন।
২০১৬ সালের শুরুতে তিনি একজন তৃতীয় লিঙ্গের সত্যিকার জীবনের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনের রূপান্তরণ নাটকে অভিনয় করেন। তৌসিফ সাঈদ রচিত ও ওয়াহিদ পলাশ পরিচালিত এই নাটকে তিনি একজন আরজে চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি ইয়াসির আরাফাত জুয়েলের মুখোশ মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.