
Munmun Akhter Liza (Moyuri)
Bangladeshi film actress
Date of Birth | : | 06 December, 1983 (Age 41) |
Place of Birth | : | Rampura, Dhaka |
Profession | : | Actress |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
|
মুনমুন আক্তার লিজা (ময়ূরী)( Munmun Akhter Liza (Moyuri)) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৮ সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর হতে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রায় ৩০৯টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন। লেখিকা সেলিনা হোসেনের 'হৃদয় ও শ্রমের সংসার' ছোটগল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমা 'চার সতীনের ঘর' এ খান সাহেবের তৃতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরো বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন, এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিতও হন। এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে, যে কারণে ২০০৭ সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে।
ব্যক্তিগত জীবন
ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। জন্ম ৬ই ডিসেম্বর ১৯৮৩ সালে,ঢাকার রামপুরায়। নবম শ্রেণিতে অধয়নকালীন তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পরেন।
তিনি ২০০৭ সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস-চেয়ারম্যানের সঙ্গে পরিণয়সূত্র আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাইমুনা সাইবা অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সালে তার স্বামী মারা গেলে, অতঃপর ২০১৭ সালে শফিক জুয়েল আহমেদ নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন তিনি। তিনি ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ সাদ মুহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।
কর্মজীবন
১৯৯৮ সালে মাহমুদ নামক একজন প্রযোজকের হাত ধরে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়-জগতে পা রাখেন ময়ূরী। অতঃপর তার অভিনয় জীবন খুব দ্রুতগতিতেই এগিয়ে চলে সামনের দিকে। একের পর এক সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কামান তিনি।
তিনি নারগিস আক্তার পরিচালিত চার সতীনের ঘর চলচ্চিত্রে অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
কর্মজীবনে নিউ অপেরা সার্কাস নামে একটি সার্কাস দলের সদস্য ছিলেন তিনি।
Quotes
Total 0 Quotes
Quotes not found.