
Mrityunjoy Prasad Guha
Indian scholar, academic.
Date of Birth | : | 26 August, 1919 |
Date of Death | : | 26 June, 2012 (Aged 92) |
Place of Birth | : | Mymensingh |
Profession | : | Scholar |
Nationality | : | India |
মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ (Mrityunjoy Prasad Guha) ছিলেন একজন ভারতীয় পণ্ডিত, শিক্ষাবিদ। তিনি তার লেখা আকাশ ও পৃথিবী গ্রন্থের জন্য পরিচিত লাভ করেন। যার জন্য তিনি ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন।
শৈশবকাল ও পড়ালেখা
মৃত্যুঞ্জয় তৎকালীন ভারতের ময়মনসিংহে (অধুনা বাংলাদেশ) এক বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি রাজশাহী কলেজ থেকে মাধ্যমিক ও আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন (১৯৩৪-১৯৩৮)। পরে তিনি প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর অর্জন করেন (১৯৩৮-৪০)।
উল্লেখযোগ্য লেখা
- বিজনানের বিচিত্রা বার্তা, যার জন্য ভারতের সরকার থেকে ইউনেস্কোর পুরস্কার পেয়েছিলেন ১৯৬৯ সালে ।
- সাগর প্রাণিদের কথা
- আকাশ ও পৃথিবী
- সোনার বাংলা তোমায় ভালবাসি
- স্তন্যপায়ী প্রণীদের কথা
- আলোর ঝর্ণা
- অপরূপ রূপকথা
- দেশ বিদেশের রূপকথা এবং উপকথা
- চলো যাই চন্দ্র দেশে
- জীবের ক্রামবিকাশ
- পেট্রোলিয়াম
- অন দ্য কনস্টিটিউসন অফ সাম অক্মাইড অফ শৌলপূর (ইংরেজি)
- পুরস্কার ও সম্মাননা
- বিএসসি (সম্মান) রসায়ন, রাজশাহী কলেজ, ১৯৩৮
- এম.এসসি (প্রথম শ্রেণি) তৃতীয় স্থান, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৪০
- কানিংহাম স্মৃতি পুরস্কার, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা ১৯৪০
- গ্রিফিথ স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৫২
- পিএইচডি, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৫৫
- রবীন্দ্র পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার , ১৯৬৪
- বিজননার বিচিত্রা বার্তা পাণ্ডুলিপির জন্য বাংলা ভাষায় ইউনেস্কোর পুরস্কার, ১৯৬৯
- শিশু সাহিত্য রাষ্ট্রীয় পুরস্কার, ১৯৭০
- ইলা চন্দ স্মৃতি পুরস্কার (বঙ্গিয়া বিজনন পরিষদ)
- কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার, ১৯৯৩
- টি.এম. দাশ ফাউন্ডেশন পুরস্কার, ২০০২
Quotes
Total 0 Quotes
Quotes not found.