-67cf04e4d9cf9.png)
Moutushi Biswas
Bangladeshi model and actress
Date of Birth | : | 26 March, 1986 (Age 39) |
Place of Birth | : | Chittagong, Bangladesh |
Profession | : | Actress, Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Instagram
|
মৌটুসী বিশ্বাস (Moutushi Biswas) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তিনি একুশে টেলিভিশন চ্যানেলে প্রচারিত 'অ্যাডভেঞ্চার বাংলাদেশ' অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন। তিনি ২০১১ সালে এটিএন বাংলায় প্রচারিত 'সেরা রন্ধনশিল্পী' অনুষ্ঠান উপস্থাপনা করেন।এরপর তিনি টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন।
প্রাথমিক জীবন
মৌটুসীর বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা ড. সৌরেন বিশ্বাস ও মা মঞ্জু হাসি দত্ত। ড. সৌরেন চট্টগাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন। মৌটুসী বিশ্বাস বাবা বাবা-মার একমাত্র সন্তান। তিনি চট্টগামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।
কর্মজীবন
এমবিএ সম্পন্ন করে মৌটুসি বিশ্বাস ঢাকায় স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে ১ বছর চাকরি করেছেন। এরপর মিডিয়াতে অভিষেক তার। একুশে টেলিভিশনের ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় মৌটুসী বিশ্বাসের পথচলা শুরু হয়। এরপরই মোস্তফা সরয়ার ফারুকীর’র ‘একান্নবর্তী’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। হাসান মোরশেদের ‘জ্যোৎস্নার অন্ধকার’, আশরাফুল আলম রিপনের ‘আড়ালে’, সকাল আহমেদের ‘চতুর্জামাই’, অনিমেষ আইচের ‘তুমি আমার মা’, মেহের আফরোজ শাওনের ‘বীণার অসুখ’সহ বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন মৌটুসী। নাটকের পাশাপাশি তিনি মার্কস ফুলক্রিম, প্রাণসহ বেশকিছু ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। মৌটুসী বিশ্বাস অভিনয় করেছেন ‘ব্যাচেলর’, ‘ইউটার্ন’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘নয় ছয়’ চলচ্চিত্রে। ব্যাচেলর সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখলেও নায়িকা হিসেবে 'ইউটার্ন' চলচ্চিত্রে তিনি প্রথম আত্মপ্রকাশ করেন। এছাড়াও তিনি একজন নৃত্যশিল্পী।
Quotes
Total 0 Quotes
Quotes not found.