photo

Motiur Rahman Mollik

Bangladeshi poet
Date of Birth : 01 March, 1950
Date of Death : 12 August, 2010 (Aged 60)
Place of Birth : Bagerhat, bangladesh
Profession : Poet, Voice Actor
Nationality : Bangladeshi
মতিউর রহমান মল্লিক (Motiur Rahman Mollik) ১৯৫৪ সালের ১লা মার্চ বাগেরহাট জেলার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সি কায়েম উদ্দিন মল্লিক স্থানীয় জারীগানের দলের জন্য গান লিখতেন। মাতা আয়েশা বেগম। তৎকালীন রেডিওতে কবি ফররুখ আহমদ যে সাহিত্য আসর পরিচালনা করতেন সেই আসরে মল্লিকের বড় ভাই কবিতা আবৃত্তি করেছিলেন। পিতা মাতার সান্নিধ্যে থেকে তিনি গানের প্রাথমিক জীবন শুরু করেন। প্রাথমিক জীবনে রেডিওতে গান শুনে শুনে গান লেখা শুরু করেন। তখনকার তার প্রায় সকল গানই ছিল প্রেমের গান। পরবর্তীতে ইসলামী আদর্শে প্রভাবিত হয়ে ইসলামী ধারায় গান লেখা শুরু করেন।

মল্লিক বারুইপাড়া সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর বাগেরহাট পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন
কর্মজীবনে কবি মতিউর রহমান মল্লিক সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক, ‘বিপরীত উচ্চারণ’ সাহিত্য সংকলনও সম্পাদনা করেছেন, মাসিক কলম পত্রিকার সম্পাদক এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক ছিলেন।

সাংস্কৃতি জীবন
মতিউর রহমান মল্লিক বাংলাদেশের ইসলামী গানের একজন বিখ্যাত কন্ঠশীল্পী। মতিউর রহমান মল্লিক শৈশব থেকেই বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুলতে থাকেন। ১৯৭৮ সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তোলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। তারপর একে একে তার অনুপ্রেরণায় বাংলাদেশের শহর, নগর, গ্রাম, গঞ্জ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় গড়ে ওঠে একই ধারার অসংখ্য সাংস্কৃতিক সংগঠন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ, আসামসহ বিশ্বের যেখানেই বাংলাভাষাভাষী মুসলমান রয়েছে সেখানেই গড়ে উঠেছে একই ধারার বহু সাংস্কৃতিক সংগঠন।

জনপ্রিয় কিছু গান

  • তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর
  • টিক টিক টিক টিক যে ঘড়িটা
  • রাসুল আমার ভালবাসা
  • পৃথিবী আমার আসল ঠিকানা নয়
  • এলো কে কাবার ধারে
  • সে কোন বন্ধু বলো
  • আম্মা বলেন ঘর ছেড়ে তুই
  • এ আকাশ মেঘে ঢাকা রবে না
  • কথায় কাজে মিল দাও আমার
  • এসো গাই আল্লাহ নামের গান
  • হঠাৎ করে জীবন দেওয়া খুব সহজ
  • আয় কে যাবি সঙ্গে আমার
  • প্রকাশিত গ্রন্থ ও অন্যান্য
প্রচার বিমুখ এ ব্যক্তিটি কাজ করেছেন মানুষের জন্য,মানবতার জন্য, বিশ্বাসের জন্য। ছোট বড় সবার জন্য লিখেছেন তিনি। তার লেখা অনেক কিন্তু কমই প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত সফলতার চেয়ে আদর্শিক সফলতার কথাই বেশি ভেবেছেন। তার ভক্ত শুভাকাঙ্খীদের আকুল আকুতিতে কথা ও সুর নিয়ে সংস্কৃতিপ্রেমীদের মাঝে উৎসাহের কারণে কিছু কাজকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন।-

  • নীষন্ন পাখির নীড়ে (কাব্যগ্রন্থ):আত্ম প্রকাশন
  • সুর-শিহরণ (ইসলামি গানের বই)
  • যত গান গেয়েছি (ইসলামি গানের সঙ্কলন)
  • ঝংকার (গানের বই)
  • আবর্তিত তৃণলতা (কাব্যগ্রন্থ) মোনালিসা প্রকাশন
  • তোমার ভাষার তীক্ষ্ন ছোরা (কাব্যগ্রন্থ) বাংলা সাহিত্য পরিষদ
  • অনবরত বৃক্ষের গান (কাব্যগ্রন্থ) মোনালিসা প্রকাশন
  • চিত্রল প্রজাপতি (কাব্যগ্রন্থ) প্রফেসর’স পাবলিকেশন্স
  • নির্বাচিত প্রবন্ধ (প্রবন্ধের বই)
  • রঙিন মেঘের পালকি (ছোটদের ছড়ার বই) জ্ঞান বিতরণী
  • প্রতীতি এক (ইসলামি গানের ক্যাসেট)
  • প্রতীতি দুই (ইসলামি গানের ক্যাসেট)
  • প্রাণের ভিতরে প্রাণ (গীতিকাব্য) উল্লেখযোগ্য।
অনুবাদক হিসেবে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। পাহাড়ি এক লড়াকু নামে আফগান মুজাহিদদের অমর কীর্তিকলাপ তার বিখ্যাত অনুবাদ উপন্যাস যা কিশোর কণ্ঠ'র পাঠকরা মন উজার করে পড়তেন নিয়মিত। মহানায়ক (উপন্যাস) ছাড়াও হযরত আলী ও আল্লামা ইকবালের মতো বিশ্বখ্যাত মুসলিম কবিদের কবিতাও অনুবাদ করেছেন তিনি।

স্বীকৃতি
সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। কবি মতিউর রহমানের প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননাঃ

  • সাহিত্য পুরস্কার : সবুজ-মিতালী সংঘ, বারুইপাড়া, বাগেরহাট
  • স্বর্ণপদক : জাতীয় সাহিত্য পরিষদ, ঢাকা
  • সাহিত্য পদক : কলমসেনা সাহিত্য পুরস্কার, ঢাকা
  • সাহিত্য পদক : লক্ষ্মীপুর সাহিত্য সংসদ
  • সাহিত্য পদক : রাঙামাটি সাহিত্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম
  • সাহিত্য পদক : খানজাহান আলী শিল্পীগোষ্ঠী, বাগেরহাট
  • সাহিত্য পদক : সাহিত্য সংস্কৃতি পরিষদ
  • সাহিত্য পুরস্কার : সমন্বিত সাংস্কৃতিক সংসদ, বাগেরহাট
  • প্যারিস সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, ফ্রান্স
  • বায়তুশ শরফ সাহিত্য পুরস্কার : বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, চট্টগ্রাম
  • ইসলামী সংস্কৃতি পুরস্কার : ইসলামী সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম
  • সাহিত্য পুরস্কার : বাংলা সাহিত্য পরিষদ, ফ্রান্স।
  • কিশোর কণ্ঠ সাহিত্য পুরস্কার।
মৃত্যু
মতিউর রহমান মল্লিক ১২ আগস্ট ২০১০ সালে বুধবার দিবাগত রাত ১২:৪৫ মিঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.