
Mizanur Rahman Sayed
Islamic scholar
Date of Birth | : | 14 June, 1963 (Age 61) |
Place of Birth | : | Feni, Bangladesh |
Profession | : | Islamic Scholar |
Nationality | : | Bangladeshi |
মুফতি মিজানুর রহমান সাঈদ (Mizanur Rahman Sayed) একজন বাংলাদেশি ইসলামি স্কলার, হানাফি সুন্নি আলেম, মুফতি, লেখক এবং ধর্মীয় আলোচক। তিনি ২০১১ সালে ফতোয়া বিরোধী রায়ে মুফতি হিসেবে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচিত পাঁচজন ওলামার একজন।
শিক্ষা
মিজানুর রহমান জামিয়া আশরাফিয়া ফুলগাজী, ফেনী থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া এবং দারুল উলুম হাটহাজারী থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর মিজানুর রহমান উচ্চশিক্ষার জন্য দারুল উলুম করাচি যান। সেখানে তিনি দাওরায়ে হাদীস অধ্যয়ন করেন এবং ইসলামি আইন ও ফিকহ শাস্ত্রে বিশেষত্ব লাভ করেন।তিনি সৌদি আরবের ইবনে সৌদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ থেকে আরবি সাহিত্যে পড়াশুনা করেন।
পেশা
মিজানুর রহমান ফেনীর ফারুকী ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি কয়েক বছর ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের শিক্ষা সচিব হিসেবে কাজ করেন। ২৬ জানুয়ারী ২০১২ তারিখে তিনি শাইখ যাকারিয়্যা ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির প্রধান ও প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আল-মাদ্রাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, উত্তরা, ঢাকার শাইখুল হাদীস হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।
বই
মুফতি মিজান সমসাময়িক ইস্যুতে বিভিন্ন সাময়িকী, জাতীয় ও দৈনিক পত্রিকাতে প্রবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত বইসমূহের মধ্যে রয়েছেঃ
- আহকামে লিবাস
- আহকামে যাকাত
- শরয়ী মানদণ্ডে মাযহাবী ও লা-মাযহাবী ইত্যাদি
Quotes
Total 0 Quotes
Quotes not found.