photo

Meher Afroz Shaon

Bangladeshi actress and director
Date of Birth : 12 October, 1981 (Age 43)
Place of Birth : Chattogram, Bangladesh
Profession : Actress, Singer, Dancer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
মেহের আফরোজ শাওন (Meher Afroz Shaon) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

জন্ম

শাওনের ১২ অক্টোবর ১৯৮১ সালে। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী।  তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন।

কর্মজীবন

নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সমালোচনা

শাওন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে বিয়ে করে হুমায়ূনের পাঠক ভক্তদের দ্বারা সমালোচিত হন। তারা হুমায়ূন আহমেদের প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য শাওনকে দোষারোপ করে থাকেন। তাদের দাবি, শাওনের প্ররোচনায় হুমায়ূন আহমেদ তার স্ত্রী গুলতেকিনকে ডিভোর্স দিয়ে মেয়ের বয়েসি এবং তার নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করেন। অন্য একপক্ষ এ ব্যাপারটাকে অস্বীকার করেন। তাদের দাবি, প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিজীবন আছে এবং প্রত্যেককে সেই ব্যক্তিস্বাধীনতা দেওয়া উচিত।

২০২৫ সালের ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে সভায় সরাসরি ও ভার্চুয়ালভালে যুক্ত থাকার কারণে তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয়।

এই দিন সন্ধায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্র জনতা।
৭ ফেব্রুয়ারী শুক্রবার তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চলচ্চিত্র

বছরছবির নামচরিত্রপরিচালকটীকা
১৯৯৯শ্রাবণ মেঘের দিনকুসুমহুমায়ূন আহমেদ 
২০০১দুই দুয়ারীতরুহুমায়ূন আহমেদ 
২০০৩চন্দ্রকথাচন্দ্রহুমায়ূন আহমেদ 
২০০৪শ্যামল ছায়াআশা লতাহুমায়ূন আহমেদ 
২০০৮আমার আছে জলনিশাদহুমায়ূন আহমেদ 


টেলিভিশনে উপস্থিতি

অভিনীত নাটক

বছরনাটকের নামচরিত্রপরিচালকচ্যানেলটীকা
১৯৯৯আজ রবিবারতিতলিহুমায়ূন আহমেদবিটিভি 
১৯৯৯সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেডমিতুহুমায়ূন আহমেদবিটিভি 
২০০৪উড়ে যায় বকপক্ষীপুষ্পহুমায়ূন আহমেদএনটিভি 


পরিচালিত নাটক

বছরনাটকের নামনাট্যকারচ্যানেলটীকা
২০০৯নয়া রিক্সা  টিভি নাটক, ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো
২০১১স্বপ্ন ও স্বপ্নভঙ্গহুমায়ূন আহমেদচ্যানেল আইটিভি নাটক, পহেলা বৈশাখে প্রচারিত হয়েছিলো
২০১৪এভারেস্ট জয়চৌধুরী খায়েকুজ্জামান ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো
অসময়েচৌধুরী খায়েকুজ্জামান ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো
বিভ্রমহুমায়ূন আহমেদচ্যানেল আইটিভি নাটক, ঈদ-উল-আযহায় প্রচারিত হয়েছিলো 


পরিচালিত চলচ্চিত্

বছরচলচ্চিত্রের নামপ্রযোজনা
২০১৬কৃষ্ণপক্ষইমপ্রেস টেলিফিল্ম


পুরস্কার

  • অনন্যা শীর্ষ দশ পুরস্কার
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Quotes

Total 0 Quotes
Quotes not found.