
Mehbooba Mahnoor Chandni
Bangladeshi model and actress
Date of Birth | : | 19 January, 1983 (Age 42) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Dancer, Bangladeshi Model, Actress |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
মেহবুবা মাহনূর চাঁদনী (Mehbooba Mahnoor Chandni) হলেন একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি কিশোরী কাল থেকেই অভিনয় শুরু করেন। তার অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে দুখাই, লালসালু এবং জয়যাত্রা।
প্ররম্ভিব জীবন
চার বছর বয়সে চাঁদনী নৃত্য শেখা শুরু করেন। তিনি হিরুর অধীনে ভরতনাট্যম, আধুনিক এবং বাংলাদেশী নৃত্য শেখেন। বিটিভিতে প্রচারিত নতুন কুঁড়িতে দলগত নাচে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন।
কর্মজীবন
১৯৯৪ সালে দুখাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। নৃত্যের মাধ্যমে পরিচিতি পাওয়া চাঁদনী ২০১২ সালে ব্রুনাইয়ের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ব্রুনাই দারুস্সালামে বাংলাদেশী সম্প্রদায়ের একজন হিসেবে নৃত্য পরিবেশন করেন।
Quotes
Total 0 Quotes
Quotes not found.